1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
হয়ে গেল ভূটান জাতীয় পরিষদের ৩য় নির্বাচন - মুক্তকথা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন

হয়ে গেল ভূটান জাতীয় পরিষদের ৩য় নির্বাচন

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
  • ৩৬৭ পড়া হয়েছে

তৃতীয় দফা নির্বাচিত সাংসদ জিগমে ওয়াংচুক। ছবি: বিবিএস

সাংসদ সুনাম পেলযম যিনি ১২জন পুরুষকে হারিয়ে নির্বাচিত হয়েছেন। ছবি: বিবিএস

লন্ডন।। ভূটানের জাতীয় পরিষদের নির্বাচন হয়ে গেল কাল। এ ছিল ভূটানের জাতীয় পরিষদের তৃতীয় নির্বাচন। আগের ১২জন সদস্যের মাঝে মাত্র ৫জন পুনঃনির্বাচিত হতে পেরেছেন। এবারের নির্বাচনে ১৫জন নতুন সদস্য যোগ হয়েছেন। তাদের মধ্যে দুইজন মহিলাও আছেন। ‘সোনাম পেলযম’ নামের একজন মহিলা সদস্য ১২জন পুরুষ প্রতিদ্বন্ধীকে হারিয়ে বিজয়ী হয়েছেন। ২০১৩ সালের নির্বাচনে কোন মহিলা প্রতিদ্বন্ধীই ছিলনা।
জিগমে ওয়াংচুক একমাত্র সাংসদ যিনি তৃতীয়বারের মত পুনঃরায় নির্বাচিত হয়েছেন।
ভুটানের জাতীয় সংসদ যা ‘জংখা’বলেই ভূটানীদের কাছে পরিচিত, গঠিত হয় ভুটানের রাজাকে নিয়ে দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থাপনায়। এই দ্বিকক্ষবিশিষ্ট সংসদ একটি উচ্চকক্ষ, ন্যাশনাল কাউন্সিল বা জাতীয় পরিষদ এবং নিম্নকক্ষের জাতীয় পরিষদ নিয়ে গঠিত। মোট সাংসদ সংখ্যা ২৫জন। বর্তমান সংসদীয় কাঠামো এককক্ষযুক্ত টশোগদু দ্বারা ২০০৭ সালে প্রতিস্থাপিত হয়েছিল। এই ২৫জন সাংসদের মধ্যে ভূটানের ২০টি জেলা থেকে বিশজন সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসেন। ৫জনকে রাজা নিয়োগ দেন। তাদের নিম্নকক্ষের সদস্যসংখ্যা সর্বোচ্চ ৫৫জন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT