মুক্তকথা সংবাদকক্ষ।। কস্টারিকা থেকে লন্ডন এসেছে একটি গাছ ব্যাংগ। সীমান্ত নিয়ে এতো কড়াকড়ির পরও এতো দূরের পথ কি করে পাড়ি দিল এ প্রানীটি? এমন প্রশ্ন সকলেরই। ইংল্যান্ড, নটিংহাম শায়ারের ‘লিডল’ কোম্পানীর দোকানে এক গুচ্ছ কলার ছড়ির ভেতর তাকে পাওয়া গেছে। ‘চেইনষ্টোর’ লিডল এর ওই দোকান শাখার কর্মচারীরা প্রথম তাকে আবিষ্কার করে।
বড় মানুষের হাতের মধ্যমার আকারের ছোট্ট ওই ব্যাংগ বর্তমানে এলাকার ‘ভেট’ অর্থাৎ পশু-প্রানী সংরক্ষন দপ্তরের মেহমানদারীতে মহাসুখে আছে। এ বিদেশী কি করে হাজার মাইল পথ পাড়ি দিয়ে এলো এবং বৃটেনের আবহাওয়ায় সে নিজেকে মানিয়ে নিতে পারবে কি-না এসব বিষয় নিয়ে খোঁজ খবর নিচ্ছেন ভেটের চিকিৎসক কর্মকর্তারা।