1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অটো-রিক্সা দূর্ঘটনা, প্রাণ হারালেন ২ ছাত্র - মুক্তকথা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন

অটো-রিক্সা দূর্ঘটনা, প্রাণ হারালেন ২ ছাত্র

কাওছার ইকবাল
  • প্রকাশকাল : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৯৪ পড়া হয়েছে

শিশুকে বাঁচাতে গিয়ে দ্বাদশ শ্রেণির
দুই শিক্ষার্থীর মৃত্যু


মৌলভীবাজারের কমলগঞ্জে শিশুকে বাঁচাতে গিয়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটেরতল এলাকায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় এক শিশু ও অটোরিকশায় থাকা আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে কমলগঞ্জের হিড বাংলাদেশ অফিস সংলগ্ন বটেরতল বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলেন, শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার কাশেম মিয়ার ছেলে আব্দুল্লাহ আল সায়েম (১৭) ও ভাগলপুর এলাকার রবি সূত্রধরের ছেলে অমিত সূত্রধর (১৮)। আহতরা হলেন, শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার ময়না মিয়ার ছেলে শাহীন মিয়া (১৮), গীরু দেবের ছেলে সৈকত দেব (১৮) ও শিশু জান্নাতুল (১১)।

কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বুধবার ৬ নভেম্বর সকালে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী (প্রাক-নির্বাচনী পরীক্ষার্থী) শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ কলেজে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হয়। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটেরতলা এলাকায় আসলে এক শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই শিক্ষার্থী আব্দুল্লাহ আল সায়েমের মৃত্যু হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আহত অমিত ও শিশু জান্নাতুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে আহত অমিতকে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT