1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অবৈধ বালু উত্তোলন, মদসহ গ্রেপ্তার, নাগরিক সেবা সনদ নাই ও দীর্ঘ জলাবদ্ধতা - মুক্তকথা
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

অবৈধ বালু উত্তোলন, মদসহ গ্রেপ্তার, নাগরিক সেবা সনদ নাই ও দীর্ঘ জলাবদ্ধতা

কমলগঞ্জ ও শ্রীমঙ্গল সংবাদদাতা॥
  • প্রকাশকাল : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ পড়া হয়েছে

অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে প্রশাসনের কার্যক্রম


জেলা প্রশাসকের নির্দেশনায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিবুল্লাহ আকন আশিদ্রোন ইউনিয়নের বালু মহাল পরিদর্শন করেন।

বুধবার(২৭ আগস্ট) বুধবার শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে কার্ক্রমের অংশ হিসেবে আশিদ্রোন ইউনিয়নের গোপলাছড়া বালুমহালের তফসিলভুক্ত এলাকা পরিদর্শন করেন শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এসময় উপস্থিত থেকে প্রশাসনকে সর্বাত্বক সহযোগিতা করে।

এসময় উপস্থিত ইজারাদারকে বালুমহালের তফসিল বহির্ভূত এলাকা এবং মতিগঞ্জ ব্রিজের আশেপাশের নির্দিষ্ট দূরত্বের মধ্যে বালু উত্তোলন না করার জন্য কঠোরভাবে নিষেধাজ্ঞা প্রদান করা হয়। পাশাপাশি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মেনে বালু উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) স্পষ্ট করে সতর্ক করেন, এ নির্দেশনা অমান্য করলে ইজারাদারের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিবুল্লাহ আকন বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা এবং উপজেলা কর্মকর্তা মহোদয়ের পরামর্শ মোতাবেক আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জির টলারেন্স’। বালু নিয়ে সকল ধরনের অনিয়ম ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা এসব বরদাস্ত করবো না।

তিনি আরও বলেন, তবে এলাকাবাসীকেও এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং আমাদের কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এলাকাবাসীর যে কোন অভিযোগ আমরা আমলে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো।

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন জানিয়েছে, এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


পুলিশের অভিযানে ৪৬ বোতল মদসহ গ্রেফতার ১


শ্রীমঙ্গল হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাস্তায় বসানো চেকপোস্টে একটি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা তল্লাশী করে বিদেশী মদসহ মোঃ হাবিব উল্ল্যাহ (৩২)কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃ আসামির পিতা-আজিম মোল্লা, সাং-হুগলিয়া, টিলাগাঁও, থানা-শ্রীমঙ্গল।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।

১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ ঘটিকায় শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোডস্থ উত্তরসুর সাকিনা সিএনজি পাম্প সংলগ্ন কয়ছর হাজী মার্কেটের সামনে সিএনজি তল্লাশী করে যাত্রী বসার সিটের পিছনে একটি কাগজের কার্টুন ও একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর হতে ভারতীয় (ক) ২৪ বোতল SEAGRAM’S BLEDERS PRIDE 375 ml মদ, খ) ১১ বোতল BACARDI LIMON 375 ml মদ, (গ) ১১ বোতল MAGIC MOMENTS 375 ml মদ, সর্বমোট ৪৬ বোতল বিদেশী মদ উদ্ধার উদ্ধার করে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬৯ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


বাজার ইজারাদারকে নাগরিক সেবা সনদ স্থাপনের নির্দেশ

বাজারে ব্যাপক অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ শমশেরনগর বাজারটি স্বাধীনতার পূর্ব থেকেই জেলার অন্যতম ব্যবসায়িক জোন হিসাবে পরিচিত। তবে বাজারটিতে ময়লা-আবর্জনা, ড্রেনেজ সমস্যা এবং কোন নাগরিক সেবা সনদ(সিটিজেন চার্টার) না টাঙ্গিয়ে ইচ্ছে মতো দৈনিক মুঠি আদায়সহ বাজার ইজারাদারের বিরুদ্ধে ব্যাপক অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ উঠেছে। সাত দিনের মধ্যে বাজারের দর্শনীয় স্থানে নাগরিক সেবা সনদ(সিটিজেন চার্টার) স্থাপনে বাজার ইজারাদারকে বিজ্ঞপ্তি প্রেরন করেছেন শমশেরনগর ইউনিয়ন পরিষদের প্রশাসক।
জানা যায়, শমশেরনগর বিমান বাহিনী ইউনিট, বিএএফ শাহীন কলেজ, রেলস্টেশন, পোস্ট অফিস, বাংলাদেশ ও ভারতের কৈলাশহরে আমদানী-রপ্তানী রুটসহ নানা কারনে কমলগঞ্জের জনগুরুত্বপূর্ণ শমশেরনগর বাজার। প্রতি বছর প্রায় অর্ধকোটি টাকায় বাজার ইজারা প্রদান করা হয় এবং ইজারার ১৫ শতাংশ টাকা বাজার উন্নয়নের কাজে বরাদ্ধ থাকে। তবে বাজার ব্যবস্থাপনা কমিটি ও ইজারাদার এব্যাপারে কর্ণপাত করেনি। ভেতর বাজারের কাঁচাবাজারে শেড ঘরগুলোর নাজুক অবস্থা। বাজারের ড্রেনেজ ব্যবস্থাও নাজুক। বাজারটিতে হাজারো মানুষের সমাগম হলেও পয়নিস্কাশনের কোন সুব্যবস্থা নেই। বাজার ইজারাদার কোন সিটিজেন চার্টার না টাঙ্গিয়ে ইচ্ছেমতো মুঠি আদায় করছেন। ময়লা, আবর্জনা পরিস্কারেও কোন উদ্যোগ নেই।

মুঠি আদায় হয় কিন্তু কোন রশিদ দেয়া হয় না

বাজারের মাছ ও শুটকী ব্যবসায়ীরা বলেন, তারা দোকান প্রতি ২০ টাকা থেকে ৬০ টাকা পর্যন্ত দৈনিক মুঠি প্রদান করেন। তবে তাদের কোন রসিদ দেয়া হয়না। এভাবেই দীর্ঘদিন ধরে মুঠি দিয়ে তারা ব্যবসা করছেন। মৌসুমী ব্যবসায়ীরাও অভিযোগ করেন মুঠি আদায়ের নির্দিষ্ট তালিকা নেই। একবস্তা লেবু বিক্রি করলে তারা একশ’ টাকা মুঠি আদায় করে নেন। এটি ঠিক নয়।

স্থানীয় সমাজকর্মী এনামুল হক শামীম বলেন, বাজারে কোন নাগরিক সেবা সনদ নেই। ইজারাদার নিজের ইচ্ছেমতো মুঠি আদায় করে বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। যে ব্যবসায়ীর কাছ থেকে ১০টাকা মুটি আদায় করার কথা সেখানে ৫০ থেকে ৬০টাকা আদায় করা হচ্ছে।

এদিকে বাজার ইজারাদারকে বার বার মৌখিকভাবে তাগিদ দেয়ার পরও কোন নাগরিক সেবা সনদ স্থাপন না করায় গত ২ সেপ্টেম্বর শমশেরনগর ইউনিয়ন পরিষদের প্রশাসক জনস্বার্থে সাত দিনের মধ্যে বাজারের দর্শনীয় স্থানসমুহে নাগরিক সেবা সনদ স্থাপনে লিখিতভাবে অবহিত করেছেন।

তবে অভিযোগ বিষয়ে শমশেরনগর বাজার ইজারাদার মো. আশাই মিয়া বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসকের লিখিত চিঠি পেয়ে গরু বাজারে সনদ স্থাপন করেছেন। অন্যান্য স্থানেও স্থাপন করা হবে। তবে কোন বাড়তি টাকা আদায় করা হচ্ছে না বলে তিনি দাবি করেন।

এব্যাপারে শমশেরনগর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা আইসিটি অফিসার মো. রফিকুল হক বলেন, সাত দিনের মধ্যে বাজারের দর্শনীয় স্থান সমুহে নাগরিক সেবা সনদ স্থাপন করা না হলে ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


দীর্ঘ জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের সরেজমিন পরিদর্শন


শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ পিজিসিবি জামে মসজিদ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে চলা জলাবদ্ধতার সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) মৌলভীবাজার কর্মকর্তাবৃন্দ আজ বুধবার সকালে এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন এবং সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়ছার হামিদ, উপ বিভাগীয় প্রকৌশলী আল আমিন, উপ সহকারী প্রকৌশলী মোঃ আক্কাস আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, মৌলভীবাজার জেলার যুগ্ম-সদস্য সচিব দেলোয়ার হোসেন; জাতীয় যুবশক্তি, মৌলভীবাজার জেলার সদস্য শেখ আহমদ নাঈম সাকিব ও আব্দুর রহমান সাদী; জাতীয় যুবশক্তি, শ্রীমঙ্গল উপজেলার সদস্য শরিফ আহমেদ এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, শ্রীমঙ্গল উপজেলার সদস্য মোঃ আরিফ বকস্।

এব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন বলেন, দীর্ঘদিন যাবৎ সৃষ্ট এই জলাবদ্ধতা সমস্যার সমাধানে আমরা দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে একমত হয়েছি। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা আশ্বস্ত করেছেন, বিষয়টি তাদের উর্ধতন কর্মকর্তাকে অবগত করবেন। এ ব্যাপারে তাদের যা করণীয় তারা করবেন। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং সচেতন এলাকাবাসীকে নিয়ে আমরা বসে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করবো। এব্যাপারে তিনি এলাকাবাসীর সর্বাত্বক সহযোগিতা কামনা করছেন।

যোগাযোগ করা হলে অধিদপ্তর (সওজ) মৌলভীবাজার সড়ক বিভাগের উপ সহকারী প্রকৌশলী মোঃ আক্কাস আলী বলেন, বিষয়টি দীর্ঘদিন যাবৎ এলাকাবাসীর জন্য চরম দূর্ভোগের সৃষ্টি করেছে। আমরা এই বিষয়টি আমলে নিয়ে গত ২০২৪ সালের প্রথমার্ধে ভূরভূরিয়া ছড়া থেকে সুরমা ভ্যালী পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ১ কিলোমিটার ড্রেন নির্মাণের প্রকল্প ও বাজেট চূড়ান্ত করে অনুমোদনের জন্য আমার প্রধান কার্যালয়ে প্রেরণ করেছিলাম। কিন্তু দেশের পবিবর্তিত পরিস্থিতিতে প্রকল্পটি অনুমোদনের কাজ আর এগোয়নি নি। এই প্রকল্পটি অনুমোদনের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে উপজেলা প্রশাসন ও এলাকাবাসীসহ পরিদর্শন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, দূর্যোগপূর্ণ কিছু অংশে জরুরি ভিত্তিতে আপাতত একপাশে ড্রেন নির্মাণের ব্যবস্থা গ্রহণ করার। উপজেলা প্রশাসন ও এলাকাবাসীকে নিয়েই আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির নীচু অংশে পানি জমে থাকে, ফলে চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়। প্রশাসনের এই সরেজমিন উদ্যোগের ফলে তারা দ্রুত সমস্যার সমাধান আশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT