সালেহ এলাহী কুটি
মৌলভীবাজার
৪ মে ২০২০।।
করোনাভাইরাসের প্রভাবের কারণে খাদ্য সংকট মোকাবিলায় মৌলভীবাজার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর(আনসার ও ভিডিপি) দুই হাজার একশ’ দুস্থ সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ৬ মে সদর উপজেলার মাঠে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
বিতরণকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে কামাল হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কষ্টে পার করছেন দিন তারা। নিম্নবিত্ত থেকে শুরু করে সকল শ্রেণির লোকজন নানাভাবে গরীব-অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করছেন। এতে সরকারের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদের কর্মকর্তারাও কর্মহীন খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াচ্ছেন।