গত সোমবার বৃটেনের এমআই৫ এর এই জরীপ আদালতে পড়ে শুনানো হয়। এমআই৫ মনে করে যারা ওই সময় আইএসআইএস’এর সাথে যোগ দিতে দেশ ছেড়ে পালিয়েছিলেন, দেশে তাদের ফিরে আসা দেশের জন্য ভয়ঙ্কর এক হুমকি! বিশেষ করে শামিমা বেগমদের মত কন্যারা যারা ওখানে গিয়ে বৃটিশ নাগরীকত্ব স্বেচ্ছায় ত্যাগ করেছে এবং নিষ্ঠুরতাকে গ্রহনযোগ্য সুন্দর কাজ বলে আত্বস্তঃ করেছে তারা আইএসআইএস’এর সাথে একেবারে মিশে গেছে। দু’দিনের শুনানিতে গত সোমবার শামিমা বেগমের নাগরীকত্ব ফিরিয়ে দেয়ার প্রশ্ন আদালতে উঠলে আদােলত তা প্রত্যাখ্যান করেন এবং শামিমার বৃটেনে আসার নিষেধাজ্ঞাও বহাল রাখেন।
|