বাংলাদেশে ১ লাখ নারীতে ১১ জনের জরায়ু ক্যান্সার হয়
জেলায় ১ লাখ ৩ হাজার কিশোরীকে এ টিকা দেয়ার লক্ষ্য
আজ (বৃহস্পতিবার) সারা দেশের সাথে মৌলভীবাজারেও শুরু হবে এইচপিডি টিকাদান ক্যাম্পেইন ২০২৩। এ উপলক্ষে বুধবার মৌলভীবাজার ইপিআই ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমান। সম্মেলনে ১০ থেকে ১৪ বছরের কিশোরী মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধী “এইচপিডি” নামক ভাইরাসকে “সারভারিক্স” নামক টিকা ভবিষ্যতে সুরক্ষা দেবে এমনটা তথ্য দেন। তিনি বলেন, জেলায় ১ লাখ ৩ হাজার ৪৯০ জন কিশোরীকে টিকা দানে লক্ষমাত্রা ধরা হয়েছে। অনলাইনে এখন পর্যন্ত আবেদন করেছেন ২৬ হাজার জন।
এসময় মেয়েদের জরায়ুমুখে কিভাবে কোন কারণে ভাইরাস বাসা বাধে এমনটা স্কিনে দেখানো হয়। ওই বয়সী মেয়েদের একটি টিকা দিলে ৯৫ শতাংশ কাজে লেগে সুরক্ষা দেবে জানিয়ে সিভিল সার্জন জানান, এদেশে প্রতি ১ লাখ নারীতে ১১ জন নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হন। এই রোগে প্রতিবছর দেশে ৪ হাজার ৯শ ৭১ জন নারী মারা যান। কাজেই এখনই আমাদের সচেতন হতে হবে। তিনি বলেন, বেলজিয়ামের তৈরি জিএসকে কোম্পানির “সারভারিক্স” টিকা দিলে সহজে সুরক্ষা দেবে। তাই একটি ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে বৃহস্পতিবার থেকে সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে টিকা দিতে পারবে মেয়েরা। এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন কার্যালয়ের এসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট মোঃ শাহ আলম, ওয়ারল্ড হেলথ অরগানাইজেশান কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মুত্তাকিম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ রবিউস সানী।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক ও বাসস প্রতিনিধি ডাঃ সাদিক আহমদ, বাংলাভিশন প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, এনটিভির স্টাফ করেসপনডেন্ট এসএম উমেদ আলী, সংগ্রাম প্রতিনিধি আজাদুর রহমান আজাদ, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, প্রেসক্লাবের সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মাছরাঙ্গা টিভি প্রতিনিধি ফেরদৌস আহমেদ, রুপালী বাংলাদেশ প্রতিনিধি মোঃ শাহজাহান মিয়া, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল ওয়াদুদ, এশিয়ান টিভি প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, মমশাদ আহমদ প্রমুখ।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে দিক নির্দেশনামূলক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার হীড বাংলাদেশ কনফারেন্স হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কমলগঞ্জ উপজেলা ও পৌর শাখার আয়োজনে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বীর সভাপতিত্বে ও যুবদল নেতা মেহেদী হাসান জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের অন্যতম সদস্য আবু জলিল জুনেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমন আহমেদ তরফদার, জিয়া উদ্দিন পলাশ, ইজ্জাদুর রহমান, উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক আব্দুল মুহিত চৌধুরী, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সৈয়দ রুমন আলী, যুগ্ম আহবায়ক আব্দুল রুবেল ভূঁইয়া, আব্দুর রহমান রুবেল, উপজেলা যুবদলের সদস্য সৈয়দ তারেক আহমদ, সাবেক ছাত্রনেতা সেলিম সরোয়ার চৌধুরী।
মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাদ পারভেজ চৌধুরী মনি। অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জাতীয়তাবাদী যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।