লন্ডন: নৌপরিবহন মন্ত্রী মোহাম্মদ শাহজাহান খানের নামে গত ৩ জুনের ‘সম্পাদক.কম’ অনলাইন “আল্লামা শফী রাজাকার ছিলেন” শিরোনাম দিয়ে একটি খবর প্রকাশ করেছে। মন্ত্রী শাহজাহান খানের অভিযোগ যে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফি আমাদের মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের নেতৃত্ব দিয়েছেন। শাহজাহান খান বাজি ধরে বলেন আহমদ শফি যেনো তার কথার প্রতিবাদ করেন। যদি তার দাবী মিথ্যা প্রমান করে দিতে পারেন তা’হলে তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন আর যদি না পারেন তবে আহমদ শফিকেই জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
একই খবরে, একাত্তরের মুক্তিযুদ্ধে আল্লামা শফির আসল রূপের বয়ান করেছে সন্মিলিত ইসলামী জোটের সভাপতি জিয়াউল হাসান। তিনি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলনে বলেছেন যে হেফাজত নেতা আহমদ শফি একাত্তরে মুজাহিদ বাহিনী গঠন করে পাকসেনা ও রাজাকারদের সব কাজে সহযোগিতা করছিলেন।