1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এডিস মশার ঔষধ ছিটানোতে কেজি স্কুলের ১৪জন ছাত্র-ছাত্রী অসুস্থ ও চিকিৎসাধীন - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন

এডিস মশার ঔষধ ছিটানোতে কেজি স্কুলের ১৪জন ছাত্র-ছাত্রী অসুস্থ ও চিকিৎসাধীন

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ২৯৪ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। আনাড়িভাবে এডিস মশার ঔষধ ছিটানোতে মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কে-জি এন্ড হাই স্কুলের ১৪জন শিক্ষার্থী অসুস্থ হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে এখন চিকিৎসাধীন আছেন।
গণমাধ্যম ও স্থানীয় হাসপাতালে গিয়ে জানা যায় যে, মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে স্থানীয় ফ্লাওয়ার্স কে-জি হাই স্কুলে এডিস মশার ঔষধ ছিটিয়ে দেয়ার জন্য লোকজন পাঠানো হয়। পৌরসভার লোকজন ক্লাসচলাকালীন শ্রেণীকক্ষের বারান্দায় আনাড়িভাবে মশার ঔষধ ছিটাতে শুরু করে। সাথে সাথেই ক্লাসরত ছাত্র-ছাত্রীদের অনেকেই শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে পড়েন। পরে স্কুল কর্তৃপক্ষ এম্বুলেন্স ডেকে ১৪জন ছাত্র-ছাত্রীকে স্থানীয় জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। এখন পর্যন্ত অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরো জানা যায়, ঘটনার পর অনেক অভিবাবক খবর পেয়ে নিজেরা এসে নিজেদের উদ্যোগে তাদের সন্তানদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। ফলে এ ঘটনায় আক্রান্ত ছাত্র-ছাত্রীর আসল সংখ্যা এ খবর লিখা পর্যন্ত জানা সম্ভব হয়নি।
স্থানীয় জেলাসদর হাসপাতালে অসুস্থ ছাত্র-ছাত্রীগন হলেন- সৈয়দা ফাইমা(১৫), রিমা(১৪), এ্যানি(১৪), নাবিল আহমদ(১৫), সুমাইয়া(১৪), প্রজ্ঞা চৌ:(১২) সানন্দা চৌ:(১২), রিমা দত্ত(১৪), শাহরিয়া(১১), তানিয়া জান্নাত(১৩), সৈয়দা নাবিয়া আহমদ(১৩), আইসিন(১২) ‌ও সৃজন দেব (১৪)। এ বিষয়ে পৌরসভার বক্তব্য জানার জন্য যোগাযোগ করার চেষ্টা করেও কাউকেই পাওয়া যায়নি। সূত্র: দিগন্ত টিভি

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT