মুক্তকথা: লন্ডন, সোমবার ২০ জুন বিকাল ১২.৩০::
গেল শুক্রবার রাত সাড়ে দশটার সময় এক সপ্তাদশী বালিকাকে একটি রেস্তোঁরা থেকে জোরপূর্বক টেনে বের করে ধর্ষণের পর পেটে ছুরি মারার ঘটনা ঘটেছে লন্ডনে। ঘটনার পর পুলিশ প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ৩২ বছর বয়সের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে সারে এলাকার এপসমের একটি পিজাহাট শাখায়।
পিটিআই এর বরাত দিয়ে কলকাতার বর্তমান এ খবর ছেপেছে। বর্তমান লিখছে-ভিড়ে ঠাসা দোকান থেকে মেয়েটিকে টেনে বের করার সময় দোকানের এক কর্মী অভিযুক্ত ব্যক্তিকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু, তাঁর হাতে আঘাত করা হয়। জানা গিয়েছে, গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে টুটিংয়ে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে। প্রাণহানীর আশংকায় শংকিত না হলেও তার অবস্থা গুরুতর বলে ডাক্তার বলেছেন।
পুলিশের ধারণা, মেয়েটি অভিযুক্তের পূর্ব পরিচিত তাই অভিযুক্ত পরিকল্পনাকরেই এই আক্রমণ চালিয়েছে আর এ ঘটনার প্রত্যক্ষদর্শী অনেকেই আছেন। কেউ কোন তথ্য দিয়ে সাহায্য করলে অবশ্যই তা তদন্তকাজে সুবিধার হবে।
অভিযুক্তের বিরুদ্ধে খুন, অপহরণ, ধর্ষণ এবং শারীরিক ক্ষতির মামলা রুজু করা হয়েছে।