1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এ সপ্তাহের শ্রীমঙ্গল... - মুক্তকথা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন

এ সপ্তাহের শ্রীমঙ্গল…

কাওছার ইকবাল॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ পড়া হয়েছে

 

শারদীয় দুর্গাপূজা নিরাপদ পালনে মতবিনিময় সভা

 

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আসন্ন এই পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে পালনের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রাজঘাট ইউনিয়নের খেজুরীছড়া চা বাগানের রানার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সদ্য সাবেক মেয়র বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধু।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মহসিন মিয়া মধু বলেন, আপনারা নির্ভয়ে পূজা উদযাপন করবেন আমি পাহারাদার হিসেবে কাজ করব।

উল্লেখ্য, এবারে শ্রীমঙ্গল উপজেলায় সার্বজনীন এবং ব্যক্তিগত ১৭৫ টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

রাজঘাট ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের আয়োজক ও চা বাগান কর্তৃপক্ষকে নিয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জি।

শারদীয় দুর্গা পূজার আগাম শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে মহসিন মিয়া মধু আরও বলেন, সুন্দর এবং সুশৃংখলভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। এ সময় তিনি বলেন, আপনারা যেখানে সমস্যা মনে করবেন আমাকে জানাবেন আমি অথবা আমার লোকজন তাৎক্ষণিক আপনাদের কাছে পৌঁছে যাবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, ফিনলে চা কোম্পানীর ডিনস্টন ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির মজুমদার, রাজঘাট ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নুরনবি, হরিন ছড়া চা বাগানের ব্যবস্থাপক বিকাশ সিনহা, পুটিয়াছড়া চা বাগানের ব্যবস্থাপক ফুয়াদ হাসান, বিদ্যাবিল চা বাগানের ব্যবস্থাপক জারজিস, উদনাছড়া চা বাগানের ব্যবস্থাপক জাকির হোসেন, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর মো. আব্দুল জব্বার আজাদ প্রমুখ।


 

আমেরিকার শ্রীমঙ্গল এসোসিয়েশনের নির্বাচনে

চমন সভাপতি ও সুফিয়ান সম্পাদক 

 

 

আমেরিকাস্থ শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইন্ ২০২৪-২০২৬ মেয়াদের কার্যকরী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন মোস্তাক এলাহী চমন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সুফিয়ান আহমদ চৌধুরী।

গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকাস্থ মতিন সুইটস এন্ড মাসালায় শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর ২০২৪-২৬ এর নব নির্বাচিত কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ সাইয়্যিদ মুজীবুর রহমান। সার্বিক সহযোগিতা করেন নির্বাচন কমিশনের সদস্য এবাদ চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইন্‌ক ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের চূড়ান্ত ফলাফলে সভাপতি মোস্তাক এলাহী চমন, সহ-সভাপতি(প্রথম) মিজানুর রহমান, সহ-সভাপতি(দ্বিতীয়) ঝলক দত্ত, সহ-সভাপতি(তৃতীয়) রহিমা নিপা, সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইপু, কোষাধ্যক্ষ খলিলুর রহমান, সহ-কোষাধ্যক্ষ আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, প্রচার সম্পাদক ফয়েজ বকস, দপ্তর সম্পাদক মোস্তফা গাজী, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পিন্টু ভৌমিক, ক্রীড়া ও যুব সম্পাদক দিলদার হোসেন, সমাজ কল্যান সম্পাদক ফজলুর রশীদ টিপু, মহিলা বিষয়ক সম্পাদিকা সুলতানা তরফদার, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মামুনুর রশীদ শিপু, মোহাম্মদ হোসেন, পল্লব সেন চৌধুরী, হাসনাত লোমান সিপার, রনজিত পুরকায়স্থ বিজু, সজল চৌধুরী হিরন, রেদোয়ান আহমদ চৌধুরী, মুজিবুল ইসলাম, মোস্তাক আহমদ তপু নির্বাচিত হন।


 

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT