1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এ সপ্তাহের শ্রীমঙ্গল - মুক্তকথা
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

এ সপ্তাহের শ্রীমঙ্গল

কাওছার ইকবাল॥
  • প্রকাশকাল : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৯৬ পড়া হয়েছে

একজন ওয়াহিদ মিয়ার সংবাদ সম্মেলন


শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জানাউড়া গ্রামের বাসিন্দা ওয়াহিদ মিয়া ন্যায় বিচারের দাবীতে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

লিখিত বক্তব্যে ওয়াহিদ মিয়া জানান, তার ভোগদখলকৃত জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

তিনি বলেন, গত ২১ জুলাই স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও তাদের সহযোগীরা তাদের বসতভিটায় হামলা চালায়। এতে পরিবারের সদস্যরা মারধরের শিকার হয়ে রক্তাক্ত জখম হন। কিন্তু উল্টো তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা হয়। সেই মামলায় পরিবারের নয়জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়।

 

ওয়াহিদ মিয়ার অভিযোগ, তারা জেল হাজতে থাকার সুযোগে প্রতিপক্ষরা ২৯ জুলাই তার জমি দখল করে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়। এতে প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির কথাও উল্লেখ করেন তিনি। তিনি আরও জানান, জামিনে মুক্ত হলেও এখনো নিজ বাড়িতে প্রবেশ করতে পারছেন না। প্রতিপক্ষরা হত্যার হুমকি দিচ্ছে বলে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন বলেন, “বিষয়টি আমি শুনিনি, কোন পক্ষ এখন পর্যন্ত আমার কাছে আসেনি।”

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগী পরিবারকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছি। তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

উল্লেখ্য, ভুক্তভোগীর দাবি করা ভূমি (০১) মৌজা-সাইটুলা, জেএল নং-৯৯, খতিয়ান নং-৩২০, দাগ নং-২৬৭৯ (বাড়ি রকম ১.৫ শতাংশ ভূমি)। (০২) মৌজা-খলিলপুর, জেএল নং-৯৮, খতিয়ান নং-৪২২, দাগ নং-১৫৯২ (বাড়ি রকম ১৭ শতাংশ ভূমির মধ্যে ১.৫ শতাংশ)


প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি একরামুল কবীর


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবীরকে সভাপতি ও মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা বেগমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি গঠন ঘোষণা করা হয়।

 

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল ইসলাম, বিলাসের পাড় ছবুরা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক এবং উত্তর পাচাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেনু বালা দেবীকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সস্যের কমিটি গঠন করা হয়।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার বাগানবাড়ি রেস্টুরেন্টে  উপজেলার ৪০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এক সভায় এ কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হাই-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয়করণকৃত দ্বিতীয় ও তৃতীয় ধাপের সভাপতি মো. ছয়ফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, বিলাসের পাড় ছবুরা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়েন প্রধান শিক্ষক মো. আব্দুল হক, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক এনামুল কবীর, উত্তর জিলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহীন আহমদসহ অন্যান্য শিক্ষকরা। পরে নব-নির্বাচিত কমিটির সভাপতি সম্পাদকসহ সকলকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষকবৃন্দ।


‘শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে
নিখরচায় রক্তের শ্রেণীভাগ প্রচারণা


শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (১৭ই  আগস্ট) স্বেচ্ছায় রক্তদানের কার্যক্রমকে সর্বমহলের মানুষের কাছে ছড়িয়ে দিতে পোস্ট অফিস রোডস্থ শ্রীমঙ্গল সাইফুর রহমান মার্কেটে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী স্বাস্থ্যবিধি মেনে “ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন” চলমান ছিল।

 

টেকনেশিয়ান হিসেবে উপস্থিত থেকে ব্লাড গ্রুপ নির্ণয় করে দেন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি মঈনুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি  আব্দুল হক টিটু, সহ সভাপতি শেখ রিপন আলী ওয়ারিশ, সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরীফ, সাংগঠনিক সম্পাদক আকাশ মালাকার কার্যকরী সদস্য মোঃ রাকিব, মোঃ নাঈম, মোহাম্মদ রায়হান, হাবিবুর রহমান, জায়েদ হাসান জয়, শোয়েব মিয়া মহিলা বিষয়ক সহ সম্পাদিকা হাবিবা আক্তার প্রমুখ।

উক্ত ক্যাম্পেইনে আগত প্রায় দুই শতাধিক ক্রেতা ব্যবসায়ী ও পথচারীদের ফ্রিতে  রক্তের গ্রুপ নির্ণয় করে তাৎক্ষণিক ফলাফল জানিয়ে দেওয়া হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT