1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমলগঞ্জের দিনলিপি... - মুক্তকথা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ অপরাহ্ন

কমলগঞ্জের দিনলিপি…

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৪ পড়া হয়েছে

সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক বলেন, সাংবাদিকসহ সকলের সহযোগিতায় পর্যটন সমৃদ্ধ মৌলভীবাজার জেলাকে আরো এগিয়ে নিতে চাই। এ জেলায় কোন সেবাগ্রহীতা যেন হয়রানীর শিকার না হয়। দুর্নীতিমুক্ত স্বচ্ছ একটি জেলায় রূপান্তর করতে চাই। মৌলভীবাজার জেলায় একটি মেডিকেল কলেজ যেন দ্রুত হয় এ বিষয়ে তিনি পদক্ষেপ নিচ্ছেন।

কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম, এ, ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী সাইফুল আজম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক শাব্বির এলাহী, কমলগঞ্জ রিপোটর্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সম্পাদক নির্মল এস পলাশ প্রমুখ।

অনুষ্ঠানে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনকে কমলগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জেলা প্রশাসক কমলগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নের সবধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।




কমলগঞ্জে ক্ষুদ্র—নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৫৮ জন শিক্ষার্থী
পেলো নতুন বাইসাইকেল

মৌলভীবাজারের কমলগঞ্জে ক্ষুদ্র—নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৫৮ জন শিক্ষার্থী পেলো নতুন বাইসাইকেল। নতুন বাইসাইকেল পেয়ে আনন্দিত ও উচ্ছাসিত শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান উপদেষ্টার কার্য্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ—গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে নতুন  বাইসাইকেল এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৫০ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ৯ হাজার ৫০০ টাকা করে, মাধ্যমিক পর্যায়ে ২০০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ৬ হাজার টাকা ও প্রাথমিক পর্যায়ে ১০০ জন্য শিক্ষার্থীদের প্রত্যেকেকে ২ হাজার ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীলসমাজ এবং স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলাপকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন,প্রধান উপদেষ্টার কার্য্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় উপজেলার ক্ষুদ্র—নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৫৮ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৫০ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ৯ হাজার ৫০০ টাকা করে, মাধ্যমিক পর্যায়ে ২০০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ৬ হাজার টাকা ও প্রাথমিক পর্যায়ে ১০০ জন্য শিক্ষার্থীদের প্রত্যেকেকে ২ হাজার ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

 



 

‘কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ’কের উদ্যোগে টিউবওয়েল বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে জনগণের স্বাস্থ্য এবং জীবনমানের উন্নতির লক্ষ্যে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ’কের উদ্যোগে এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সহযোগিতায় কমলগঞ্জের বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং দুইটি মসজিদে সর্বমোট ১২টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়শন ইউ’কের সাধারণ সম্পাদক ও দ্যা সিলেট পোস্ট ইউ’কে এর সম্পাদক লন্ডণ প্রবাসী বুলবুল আহমেদ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুজন আহমদ, কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়শন ইউ’কের উপদেষ্টা হাজী এম, এ, ছালাম, ব্যাংকার মো: সালাহউদ্দিন, ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সহ সভাপতি কাজী মামুনুর রশীদ মামুন, সমাজসেবক রাসেল হাসান বকত, মেশফাক আহমেদ শাহীন, মাওলানা খালেদ আহমদ, প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমুখ।

উপস্থিত বক্তারা তাদের বক্তব্যের কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়শন ইউ’কের সাথে সম্পৃক্ত সবাইকে তাদের দান অনুদান এবং দেশের প্রতি মায়ার টানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অদুর ভবিষ্যতেও তাদের এই সাহায্যের সহযোগিতা অব্যাহত থাকবে এই আশ্বাস ব্যক্ত করেন।
অনুষ্ঠানে টিউবওয়েল প্রাপকদের সঙ্গে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ’কের ঠিাকাদারের সাথে সরাসরি যোগাযোগ করে টিউবওয়েল স্থাপনের কাজ সম্পন্ন করবেন এবং এর সকল খরচ কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ’কে বহন করবে বলে জানানো হয়।

উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ’কে গত ১০ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে শীতবস্ত্র বিতরণ, টিউবওয়েল স্থাপন, ত্রাণ সহায়তা, চিকিৎসা সরঞ্জাম প্রদান এবং দারিদ্র্য বিমোচনে কাজ করা অন্যতম। এ ছাড়াও যুক্তরাজ্যে যেকোনো প্রয়োজনে সহযোগিতা প্রদানেও সংগঠনটি অগ্রণী ভূমিকা রেখে চলেছে।



 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT