1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সভা - মুক্তকথা
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন

কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সভা

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬২ পড়া হয়েছে

মৌলভীবাজার জেলার কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে এই সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিতে এবং ডিপিএফের সাধারণ সম্পাদক পরিতোষ দেব এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজরের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সাবিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) বর্নালী পা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মৌলভীবাজারে ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা: বিশ্বজিৎ ভৌমিক। সভায় বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম পাঠান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বর্ণালী দাশ, সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপন দাশ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শামসুর রহমান, মৌলভীবাজার আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নূল হক, ডিপিএফের সমন্বয়ক এহসানা চৌধুরী, নাজমা বেগম, সামুজ্জামান সেলিম, সিএইচসিপি জসিম মিয়া,সিজিএস সদস্য প্রনথী দেবী, সুমি বেগম, ইউপি চেয়ারম্যান সুজিত দাশ সিনিয়র সাংবাদিক এস,এম উমেদ আলী, সৈয়দ মহসীন পারভেজ, বকসী মিছবাউর রহমান, মু. ইমাদ উদ দীন,সঞ্জয় দে, পিন্টু দেবনাথসহ শিক্ষক,শিক্ষার্থী,স্বাস্থ্যকর্মী, সমাজকর্মী, জনপ্রতিনিধিসহ স্বাস্থ্য খাতের সাথে সম্পর্কতি বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা অংশগ্রহণ করেন।

সভায় মৌলভীবাজার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের সমস্যা ও সেবার মান বৃদ্ধিতে নানা পরিকল্পনার কথা বলা হয়। সমস্যা সংকট ও সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের আশ্বাস দেন জেলা প্রশাসক, সিভিল সার্জন ও উপ-পরিচালক পরিবার পরিকল্পনা বিভাগ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT