 
																
								
                                    
									
                                 
							
							 
                    মুক্তকথা সংবাদকক্ষ।। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি)’র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জননেতা সৈয়দ আবু জাফর আহমেদ গুরুতর অসুস্থ। লন্ডনে বসবাসকারী কম্যুনিষ্ট পার্টির নেতা কমরেড মসুদ আহমদ জানান, গুরুতর অসুস্থতার কারণে গত কাল সোমবার, ২০শে মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএসএমএমইউ) হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তিনি নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগে ভুগছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সৈয়দ আবু জাফর আহমেদের দ্রুত আরোগ্য কামনা করে আজ বিবৃতি দিয়েছেন। তার রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার পরিজন।