লণ্ডন।। কলকাতার মাঝেরহাট উড়াল সেতুর একাংশ ভেঙে পড়েছে। এ দুর্ঘটনায় এ পর্যন্ত ৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে চাপা পড়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আটকে পড়াদের বের করে আনার করার চেষ্টা চলছে। মঙ্গলবার, ৪ঠা সেপ্টেম্বর বিকেল পৌনে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর থেকে জানা গেছে, রেললাইনের ওপর নির্মিত মাঝেরহাট উড়াল সেতুর ১০০ মিটারের বেশি জায়গা ভেঙে পড়েছে। ঘটনার মুহূর্তে দুটি বাস যাচ্ছিল সেতুর উপর দিয়ে। উদ্ধার কাজে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও পৌঁছেছেন। সেতুতে ওঠার রাস্তাটিকে বন্ধ রাখা হয়েছে। ২ বছর আগে ২০১৬সালের ৩১শে মার্চ পোস্তা উড়াল সেতু ভেঙ্গে বহু হতাহত হয়েছিল। এরপর এটি হলো ২য় উড়াল দূর্ঘটনা। এ দূর্ঘটনা কলকাতার মানুষের মনে আবার সেই ভয়াল স্মৃতির কথাই মনে করিয়ে দিল। সংবাদ সূত্র: আনন্দবাজার, নিউজজুমলা