1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কাগজহীন অভিবাসীদের গ্রেফ্তারী শুরু আমেরিকায় - মুক্তকথা
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

কাগজহীন অভিবাসীদের গ্রেফ্তারী শুরু আমেরিকায়

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২১১ পড়া হয়েছে

লন্ডন: রোববার, ২৯শে মাঘ ১৪২৩।। আদালতের নির্দেশ তাঁর পক্ষে যায়নি। তাই আপাতত সাত মুসলিম প্রধান দেশের অভিবাসীদের আটকাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশের ভেতরে লড়াই শুরু করে দিলেন। গত এক সপ্তাহে কয়েকশো বেআইনি অভিবাসীকে গ্রেপ্তার করেছে মার্কিন প্রশাসন। এরপরই অভিবাসীদের মধ্যে গ্রেপ্তারির আতঙ্ক ছড়িয়েছে। ক্ষমতায় এসেই ইরাক, ইরান, সুদান, লিবিয়া, সোমালিয়া, ইয়েমেন এবং সিরিয়া— এই ৭ দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি করে এক্সিকিউটিভ অর্ডার জারি করেন ট্রাম্প। সিরিয়া ছাড়া অন্য দেশের শরণার্থীদের ওপর ১২০ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই বিতর্কিত নির্দেশিকার ওপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। তবে আদেশ জারির পরই লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, শিকাগো, অস্টিন এবং আটলান্টায় নথি না থাকা অভিবাসীদের খোঁজ শুরু করে ফেডারেল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (‌আইসিই)‌। তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আইসিই অবশ্য বলেছে এটা ‘‌রুটিন’‌ অপারেশন। আইসিই মুখপাত্র ডেভিড মার্টিন বলেছেন, ক্যালিফোর্নিয়ায় ১৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে ৭৫ শতাংশেরই গুরুতর অপরাধের অতীত রয়েছে। বাকিদের যথাযথ নথি না থাকায় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত পর্যন্ত ৩৭ জন বেআইনি অভিবাসীকে মেক্সিকোয় ফেরত পাঠানো হয়েছে। (আজকাল অনুসরনে)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT