1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কাজী ফেরদৌস, অবহেলার প্রহারে হারিয়ে যাওয়া তুখোড় এক রাজনীতিকের নাম - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন

কাজী ফেরদৌস, অবহেলার প্রহারে হারিয়ে যাওয়া তুখোড় এক রাজনীতিকের নাম

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ১১০১ পড়া হয়েছে

হারুনূর রশীদ প্রয়াত কাজী ফেরদৌস হুসেনের বিষয়ে দূরালাপনীতে কথা হচ্ছিল সুইডেন প্রবাসী রাজনীতিক সুজাউল করিমের সাথে। কাজী ফেরদৌস অবহেলার প্রহারে হারিয়ে যাওয়া তুখোড় এক রাজনীতিকের নাম। ষাটের দশকের মাঝামাঝি সময়ে মৌলভীবাজার যখন আধুনিকতার দিকে ধীরে ধীরে পা বাড়াচ্ছে, অনেকটা ঠিক সে সময়েরই স্থানীয় ছাত্র রাজনীতির এক তেজোদ্বীপ্ত ব্যক্তিত্ব ছাত্রনেতা কাজী ফেরদৌস হুসেন। হাটি হাটি পা পা করা দক্ষিণ সিলেটের রাজনীতিতে যখন মুসলীম লীগই সর্বেসর্বা। মুসলীমলীগ আর ‘পাকসার জমিন সাদবাদ’ ছাড়া সে সময়কার খুড়িয়ে খুড়িয়ে হেটে যাওয়া দক্ষিণ সিলেটের এ ভূমিতে অন্য কিছু ভাবনার সুযোগই ছিল না। ঠিক ওই রকম সময়টাতেই ১৯৫৬সালে নতুন এক আলোর ঝলকানি নিয়ে ভুমিষ্ট হয় নতুন এক সন্তান। প্রতিষ্ঠা পায় মৌলভীবাজার মহাবিদ্যালয়। শিক্ষার নতুন এ নিকেতনকে কেন্দ্র করেই দক্ষিণ সিলেটে গড়ে উঠতে থাকে ছাত্র রাজনীতির ভেতর দিয়ে প্রগতিশীল বাম ধারার নতুন রাজনীতি। পরবর্তী সময়ে বাম ধারার নতুন সে রাজনীতির সাথে জড়িত হয়েই সে সময় গড়ে উঠেন ছাত্রনেতা কাজী ফেরদৌস হোসেন।
মৌলভীবাজার সদরের বাহাদুর পুর গ্রামের সম্ভ্রান্ত কাজী পরিবারের সন্তান এই কাজী ফেরদৌস গত ৬জানুয়ারী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৌলভীবাজারে তার নিজের বাসায়।
কাজী ফেরদৌস ১৯৬৬সালে মৌলভীবাজার মহাবিদ্যালয়ে ভর্তি হন তারই পরের বছর অর্থাৎ ১৯৬৭সালে ভর্তি হন সুজাউল করিম। মৌলভীবাজারের রাজনীতিতে কাজী ফেরদৌস’এর অবদান নিয়ে আলাপকালে সুজাউল করিম জানান যে তার কাছে ১৯৬৭ সালের গণআন্দোলনের সময়ের একটি প্রতিবাদ মিছিলের ছবি আছে। খুব সুস্পষ্ট না হলেও ছবিটি একটি ইতিহাস বহন করে। এ সময়ই কাজী ফেরদৌস মৌলভীবাজার মহকুমা ছাত্রইউনিয়নের ত্যেজস্বী ছাত্রনেতা। সুজাউল করিমও পরবর্তীকালে মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের ত্যাজী সাধারণ সম্পাদক ছিলেন। ফেরদৌস-সুজাউল করিমরা তাদের সময়ে, নব্য গড়ে উঠা মৌলভীবাজারের স্বাধীনতা প্রত্যাশী সুশীল সমাজের ভিত গড়তে অনবদ্য ভূমিকা রেখেছেন। কাজী ফেরদৌস এর সাথে তার ভাল সখ্যতা ছিল আলাপে এমনই জানান মিঃ করিম। উভয় ব্যক্তিত্বই সমসাময়িক।
প্রকাশের জন্য ফেরদৌসের সে ছবিখানা আমাদের দেয়ার অনুরোধ জানাই। আমাদের অনুরোধে এ সেই ছবি যা পাঠিয়েছেন রাজনীতিক সুজাউল করিম। তিনি জানিয়েছেন এ ছবিটি উনসত্তুরের গণআন্দোলনের এবং ছবির সামনের লম্বা মানুষটিই প্রয়াত রাজনীতিক কাজী ফেরদৌস হোসেন। মূল্যবান এ ছবিখানা পাঠিয়ে সুজাউল করিম আমাদের যে কৃতজ্ঞতার বন্ধবে আবদ্ধ করেছেন তা অতুলনীয়।

মুক্তকথা সংবাদকক্ষ॥ মৌলভীবাজার সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের সন্তান, উনসত্তুরের গন আন্দোলনের অন্যতম সংগঠক, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পরবর্তীতে বিপ্লবী ছাত্রইউনিয়ন ‌ও ন্যাপ(ভাসানী)’র বিশিষ্ট নেতা, মৌলভীবাজার মহাবিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক, তেজস্বী ছাত্রনেতা কাজী ফেরদৌস হোসেন আজ বুধবার ৬জানুয়ারী বাংলাদেশ সময় রাত অনুমান ৯টার সময় মৌলভীবাজার শহরের সমশেরনগর রোডের শ্যামলী এলাকায় তার নিজবাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না‌লিল্লা‌হি…রা‌জিউন)। মরহু‌মের নামা‌জে জানাজা আগামীকাল সকাল ১১টায় শ্যামলী রোডের মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯বছর।
প্রয়াত ফেরদৌস হোসেন মৌলভীবাজার জেলা বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধের সময় কাজী ফেরদৌস পৃথিমপাশার একসময়ের জমিদার ও এলাকার এক সময়ের শাসকপরিবারের বীর মুক্তিযোদ্ধা রাজা আলী সফদর খানের(রাজা সাহেবের) ঘনিষ্ট সহযোগী হিসেবে সক্রিয় ছিলেন। আপোষহীন এ রাজনীতিক মঈন উদ্দীন আহমদের সরকারের সময় দুর্নীতি প্রতিরোধ আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT