1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কারিগরীশিল্প বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে মৌলভীবাজারে - মুক্তকথা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন

কারিগরীশিল্প বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে মৌলভীবাজারে

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪১১ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট(এমপিআই)এর শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মত সোমবার তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় শত শত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভে অংশ নেয়।

দ্বিতীয় শিফটের পারিশ্রমিক হ্রাসের প্রতিবাদে ও বিশ মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা দীর্ঘদিন ধরে কর্মবিরতির পালন করছেন। আর এ কর্মবিরতির ফলে বন্ধ রয়েছে পাঠদান। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, গত দেড় বছর ধরে শিক্ষকদের কর্মবিরতি চলে আসছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনকে তাদের এই দাবি মেনে নেওয়ার আহ্বান। তাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পাঠদান বর্জন করবেন। একই ইস্যুতে গত রোববারও ক্যাম্পাসে অবস্থান নিয়েছিল শিক্ষার্থীরা। এ সময় ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে। আন্দোলনরত শিক্ষার্থী মো. জসিম উদ্দিন বলেন, ‘দেশের প্রত্যেকটা পলিটেকনিকের শিক্ষার্থীরা এই সমস্যায় ভুগছেন। এরই ধারাবাহিকতায় আমরাও আমাদের এই দাবিটুকু আদায়ের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আগামীকাল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি নিয়ে যাবো। আমাদের সাথে একাত্বতা পোষণ করে প্রথম শিফটের শিক্ষার্থীরাও পাঠ গ্রহণ করবে না। পলিটেকনিক শিক্ষকদের দাবি, সরকারকে মূল বেতনের ৫০% (জাতীয় পে স্কেল ২০১৫ অনুযায়ী) পর্যায়ক্রমে ১০০% উন্নীত করতে হবে। কিন্তু সরকার বারবার আশ্বাস দিয়েও অদৃশ্য কারণে সাড়া দিচেছনা। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. রেদওয়ানুর রহমান জানান, আজকেও শিক্ষার্থীরা কলেজে বিভিন্ন কর্মসূচি করেছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT