1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
- মুক্তকথা
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন

মৌলভীবাজার থেকে মোঃ আব্দুল ওয়াদুদ ও ওমর ফারুখ নাঈম
  • প্রকাশকাল : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৬৪৮ পড়া হয়েছে

 

কন্ট্রোল রুম চালু

কুশিয়ারায় পানি বৃদ্ধি, নদী পাড়ে ত্রাণের জন্য হাহাকার

মৌলভীবাজার, তারিখঃ ১৯ জুন ২০২২ইং
মোঃ আব্দুল ওয়াদুদ ও ওমর ফারুখ নাঈম

৩ দিনের অভিরাম ভারি বর্ষন ও উজান থেকে আসা ঢলে কুশিয়ারা নদীতে প্রচুর পরিমানে পানি বৃদ্ধি পেয়েছে। রোববার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। মৌলভীবাজার শহর দিয়ে ঘেঁষে যাওয়া মনূ নদ-এ প্রতি ঘন্টায় ৫ সেঃ করে পানি বাড়ছে। এছাড়াও লাগাতার এই বৃষ্টি বন্ধ না হওয়াতে মৌলভীবাজারের দুই উপজেলার প্রায় ৫০টি গ্রামের মানুষ পানি বন্দি হয়ে নানা ক্ষতির মুখে পড়েছেন।
বৃষ্টিপাত, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কুশিয়ারা নদী ও হাকালুকি হাওরের পানি বেড়ে মৌলভীবাজার জেলার ১০টি ইউনিয়নের ২০০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে জেলার এক লাখ ৬০ হাজার মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন।
জেলা প্রশাসক কার্যালয় এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।

জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বকসিপুর,সিক্কাগাঁও,কামালপুর,আমনপুর,সুরীখাল,যুগীকোনা,কেশরপাড়া,সুনামপুর,উমরপুর,কান্দিাগাঁও, জোড়াপুর,গালিমপুর ও ফতেপুর ইউনিয়নের সাদাপুর, বিলবাড়ি,হামিদপুর,বেড়কুড়ি,শাহাপুর,জাহিদপুর,আব্দুল্লাহপুর,ছরখারপাড়,রশীদপুর,ইসলামপুর ও মনূমুখ ইউনিয়নের আরো বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

সরেজমিনে শনিবার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুরিখাল, যুগিকোনা, কেশরপাড়া, সুনামপুর গ্রাম ও ফতেপুর ইউনিয়নের শাহাপুর, জাহিদপুর গ্রামে গিয়ে দেখা যায়, কুশিয়ারা’র ছুঁই ছুঁই করে বেড়ে উঠা পানি মহুর্তের মধ্যে মানুষের ঘরে ঢুকতে শুরু করেছে। গরু-বাছুর, খাদ্যদ্রব্য ও আসবাবপত্র রক্ষা করতে মানুষ নিরাপদ স্থানের খুঁজে এদিক ওদিক ঘুরছেন।

নদী পাড়ের দুই ইউনিয়নের প্রায় শতাধিক মাছের খামার তলিয়ে গিয়ে লক্ষ লক্ষ টাকার মাছ বাহিরে বের হয়েছে। নদী পাড়ের আশ্রয় কেন্দ্রগুলোতে প্রচুর পরিমান সহায়তা পৌছাচ্ছেনা এখনো। জাহিদপুর গ্রামের মাধব চক্রবর্তী বলেন, তড়ি-ঘড়ি করে কুশিয়ারার পানি মানুষের বাড়িতে উঠে গেছে। এতে দিন মজুরেরা বিপাকে পড়েছেন।

তিনি বলেন, গো খাদ্য ও মানুষের খাদ্যের সংকট দেখা দিয়েছে। এমতাবস্থায় সরকারি ত্রাণ সামগ্রী নদী পাড়ে পৌছানো হলে বন্যাক্রান্তরা কিছুটা হলেও উপকার পাবেন। উত্তরভাগ ইউপির ২নং ওয়ার্ড সদস্য মাসুক মিয়া বলেন, সুনামপুর আশ্রয় কেন্দ্রে ৬০ জনের মত মানুষ উঠেছেন। কিছুক্ষণ আগে উপজেলা নির্বাহি কর্মকর্তা সহায়তা সামগ্রী বিতরণ করেছেন। তিনি বলেন, এই সহয়তায় কিছুই হয়নি। এই কেন্দ্রে আরো সহায়তার প্রয়োজন।

ফতেপুর ইউপি সদস্য এমদাদুল হক টিটু বলেন, কুশিয়ারার বন্যায় আমার ঘরেও পানি ঢুকেছে। নদী পাড়ের অনেকেই এখন পানি বন্দি হয়ে পড়েছেন। তাদের সাহায্যে সরকার থেকে এগিয়ে আসা প্রয়োজন। উত্তরভাগ ইউপি চেয়ারম্যান দীগেন্দ্র চন্দ্র সরকার চঞ্চল রোববার দুপুর ২টায় জানান, তিনি ইউনিয়নের সুরিখাল এলাকায় বন্যার্তদের মাঝে সহায়তা প্রদান করছেন। রাজনগর উপজেলা নির্বাহি কর্মকর্তা বাবলু সূত্রধর জানান, উত্তরভাগ ও ফতেপুর ইউনিয়নের নদী পাড়ের প্রত্যেকটি স্কুলই হবে আশ্রয়কেন্দ্র। তিনি বলেন, রোববার ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে পর্যায়ক্রমে ত্রাণ সামগ্রী দেয়া হবে।

এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড’র নির্বাহি প্রকৌশলী রোববার এক প্রেস বার্তায় জানিয়েছেন, দুপুর ১২টায় কুশিয়ারায় বিপদসীমার ২০ সেঃ নিচ, মনূ নদের রেলওয়ে ব্রিজ বিপদসীমার ১৪৫/৫৪ সে নীচ ও ধলাই নদে ১৯১ সে নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

মৌলভীবাজার থেকে সাংবাদিক ওমর ফারুখ নাঈম রোববার ১৯ জুন ২০২২ইং তারিখে আরও লিখছেন-

বৃষ্টিপাত, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কুশিয়ারা নদী ও হাকালুকি হাওরের পানি বেড়ে মৌলভীবাজার জেলার ১০টি ইউনিয়নের ২০০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে জেলার এক লাখ ৬০ হাজার মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন।

জেলা প্রশাসক কার্যালয় এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।

বড়লেখা উপজেলার পাশাপাশি পাহাড়ধসে উত্তর শাহবাজপুর ইউনিয়নের আয়েশাবাগ চা বাগানে একজন নিহত ও সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামে একজন আহত হয়েছেন। বিদ্যুতের সাবস্টেশন ইতোমধ্যেই পানিতে ডুবে গেছে। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ।

কুলাউড়া উপজেলায় অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদ-নদীসহ হাকালুকি হাওরের পানি বেড়ে ভূকশিমইল, ভাটেরা, জয়চন্ডী, ব্রাহ্মণবাজার, কাদিপুর ও কুলাউড়া সদর ইউনিয়নের প্রায় সব এলাকা প্লাবিত হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের তথ্য অনুযায়ী, কর্মধা ইউনিয়নের মহিষমারা গ্রামের ফানাই নদীর বাঁধ ভেঙে মহিষমারা, বাবনিয়া, হাশিমপুর, ভাতাইয়া ও পুরশাই গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের দুই হাজার পরিবার পানিবন্দি অবস্থায় আছে। গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

জুড়ী উপজেলায় গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে ২৮টি গ্রামের প্রায় ১৬ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এসব গ্রামের অধিকাংশ রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত ঝুঁকিপূর্ণ প্রায় ২৪টি পরিবারকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

এছাড়া জায়ফরনগর ইউনিয়নের গৌরীপুর ও সাগরনাল ইউনিয়নের কাশিনগর গোয়ালবাড়ি পশ্চিম শিলুয়া গ্রামে জুড়ী নদীর ভাঙন দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় বাঁধ মেরামত কাজ চলছে।

এদিকে, সদর উপজেলায় ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে খলিলপুর, মনুমুখ, আখাইলকুড়া, কনকপুর, কামালপুর, চাঁদনীঘাট ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। এখানে বন্যাদুর্গত মানুষের সংখ্যা সাত হাজার ৫০০ জন।

রাজনগর উপজেলায় ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে চার ইউনিয়ন প্লাবিত হয়েছে। এখানে বন্যাদুর্গত মানুষের সংখ্যা প্রায় ১০ হাজার।

শ্রীমঙ্গল উপজেলায় ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ৫ ইউনিয়নের ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। এই ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের সংখ্যা চার হাজার।

কমলগঞ্জ উপজেলায় বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর পাড় ভেঙে ৯টি ইউনিয়ন ও পৌর এলাকায় বন্যা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, মনু ধলাই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার খুব কাছাকাছি প্রবাহিত হচ্ছে। বর্তমানে পানি বৃদ্ধি পাচ্ছে।

এমন অবস্থায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক কন্ট্রোল রুম খোলা হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের ফোন নম্বর ০৮৬১-৫২৭২৫।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, বন্যাদুর্গতদের সরকারি সহায়তা দেওয়া হবে। রবিবার থেকে বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হবে।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT