1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কার্ডিফে জাতির জনক বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উদযাপিত - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন

কার্ডিফে জাতির জনক বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উদযাপিত

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ৭৪৪ পড়া হয়েছে

বদরুল মনসুরঃ হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্দ্যোগে গত ১৮ই মার্চ সোমবার রাত ১ঘটিকায় বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের গ্রামীণ যুবরাজ কনফারেন্স হলে ‘হৃদয়ে বাংলাদেশ-হৃদয়ে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা, কেক কাটা, কবিতা আবৃত্তি সহ নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী।
হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফাউন্ডেশন ফেইসবুক পেইজের প্রতিষ্ঠাতা ও এডিটর ওয়েলস আওয়ামী লীগ নেতা সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর-এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলীর উপস্থাপনায় অনুষ্ঠিত এই লাইভ কর্মসূচীতে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিউপোট আওয়ামীলীগের সভাপতি শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, কমিউনিটি সংগঠক এম আক্তারউজ্জামান কুরেশি নিপু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম ইউকে’র সাংগঠনিক সম্পাদক শাহ শাফি কাদির, ওয়েলস যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক এবি রুনেল, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কার্ডিফের সভাপতি আলহাজ আসাদ মিয়া, সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ বাবুল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম নিউপোর্টের সভাপতি আব্দুর রুউফ তালুকদার, সেক্রেটারি সিতাব আলি, সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ জাহাঙ্গীর, ওয়েলস কৃষক লীগের সেক্রেটারি আব্দুল মোত্তালিব, ওয়েলস আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এম এ রউফ, ওয়েলস যুবলীগের সহ সভাপতি কবির মিয়া, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল মনসুর, জয়নাল আবেদিন, দুলন সিকদার, আব্দুল ওয়াহিদ মিয়া, এম মুহিতুর রহমান, শামীম আহমদ, সেবুল আলী, শামসুল আলম, শাহীদুর রহমান সহ আওয়ামী লীগ ও যুবলীগ প্রমুখ নেতৃবৃন্দ।
নিজের লেখা কবিতা আবৃত্তি করেন এম আক্তারউজ্জামান কুরেশি নিপু। আলোচনায় বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে ও মানণীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে দেশে বিদেশের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
এখানে উল্লেখ্য যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ও মানণীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে এবং প্রবাসের মাটিতে এখানকার কমিউনিটির নব প্রজন্মের সামনে বাঙালি জাতিসত্তার চূড়ান্ত বিকাশ ঘটানোর লক্ষ্যে ও বৃটেনের মাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য মাথা উঁচু করে দাঁড়ানোর উদ্দ্যোগ নেওয়ার কথা জোর দিয়ে ব্যাক্ত করেন জাস্টিন ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের সভাপতি মোহাম্মদ মকিস মনসুর। আগামী ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী বৃটেনে ব্যাপক আকারে উদযাপিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT