লন্ডন: সিকিম সীমান্তে চীনের এলাকা থেকে সৈন্য সরিয়ে না নিলে উদ্ভুত অবস্থার জন্য ভারতকে কঠিন মূল্য দিতে হবে চীনাদের এমন হুমকির উত্তরে পরের দিন ভারত বলেছে চীনাদের সাথে এমন দরবার প্রথম নয়। এভাবে আরো ঘটেছে। এ ধরনের পরিস্থিতি উপস্থিত হলে কিভাবে তা মোকাবেলা করতে হয় আমরা জানি। বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব। বলেছেন, এটি আমাদের যোগ্যতার পরীক্ষা।
ভারত সরকার আরো বলেছে যে মাস খানেক আগে ঘটিত উক্ত সংঘাতের সমাপ্তি ঘটাতে কূটনৈতিক ব্যবস্থা রয়েছে এবং আমরা সে পথেই চলেছি।
এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে চীনাদের মধ্যস্থতার প্রস্তাব ভারত প্রয়োজনীয় মনে করেন তাই নাকচ করে দিয়েছে। চীন গতকালই মধ্যস্থতার এ প্রস্তাব দিয়েছিল।