আব্দুল ওয়াদুদ।। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা মিলে বিস্তৃত বৃহৎ হাওর কাউয়াদীঘির বিভিন্ন সমস্যা নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় করেছে হাওর রক্ষা সংগ্রাম কমিটি ৫নং আখাইলকুড়া এবং ৬নং একাটুনা ইউনিয়ন শাখা।
এই মতবিনিময়ে হাওরের বিভিন্নমুখী সমস্যা নিয়ে আলোকপাত করেন হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, হাওর রক্ষা সংগ্রাম কমিটির পৃষ্ঠপোষক প্রবীন সাংবাদিক সরওয়ার আহমদ, জেলা হাওর রক্ষা সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী, ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাও. গোলাম হোসেন, জেলা হাওর রক্ষা কমিটির সদস্য মুহিবুর রহমান খান, ৫নং আখাইলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল আহমদ, ৫নং আখাইলকুড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কয়েছ খান, হাওর রক্ষা সংগ্রাম কমিটি সদর উপজেলার সভাপতি মো. আলমগীর হোসেন, যুগ্মসম্পাদক মো. আলী রাব্বি রতন, এ্যাডভোকেট সাকির আহমদ জুয়েল প্রমূখ।
মতবিনিময়ে কৃষকদের পক্ষ থেকে সমস্যার রূপ তুলে ধরেন, এম. ফয়জুল ইসলাম, মো. আনছার মিয়া, অনল ঘোষ, মুজাহিদ আহমদ, আবদিন মিয়া, মছদ্দর মিয়াসহ অনেকেই। এছাড়াও উপস্থিত ছিলেন মো. ফজলু মিয়া, মুকিছ মিয়া, গ্রামের প্রবীন ব্যক্তিত্ব খুর্শেদ মিয়া, হারুন মিয়া, লুৎফুর রহমান খান, রাজন আহমদ রাজু, রাফি খান, সাদ খান এবং নাঈম প্রমূখ। উল্লেখ্য মতবিনিময় সভায় হাওরের সমস্যার উল্লেখ ছিল নগন্য।
শুক্রবার রাতে রায়পুর সিএনজি স্ট্যান্ডে আয়োজিত উক্ত মতবিনিময়ে পৌরহিত্য করেন ইটা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মো. খাইরুল আলম বাচ্চু এবং সঞ্চালনা করেন হাওররক্ষা সংগ্রাম কমিটির সদস্য রাজন আহমদ।