ধানক্ষেত থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপাড় এলাকার একটি ধানক্ষেত থেকে বৃহস্পতিবার ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেন সাপ-সংরক্ষক এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা। পরে সেটিকে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
চঞ্চল গোয়ালা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে স্থানীয়রা আমাকে ফোন দিয়ে জানায় লঙ্গুরপাড় গ্রামে একটা অজগর সাপ ধানক্ষেতের মধ্যে আটকা পড়ছে। আমি সেখানে গিয়ে সাপটিকে রেসকিউ করি। ধান ক্ষেতে থাকা নেটের বেড়া অজগরটির গায়ে পেঁচিয়ে যায়। পরে আস্তে আস্তে নেটগুলোকে কেটে সাপটিকে উদ্ধার করি। তারপর সেখান থেকে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে নিয়ে আসি। সাপটি কিছুটা আঘাতপ্রাপ্ত ছিল, পরে সেটিকে সুস্থ করে ১টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অবমুক্ত করা হয়।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, উদ্ধার করা অজগরটি বনরক্ষীদের সহায়তায় নিরাপদে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি বনসংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সাপ দেখলে পিটিয়ে না মারারও অনুরোধ জানান তিনি।
প্রবেশিকাপদ(এন্ট্রিপদ) নবম গ্রেড ও চার স্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে শিক্ষকদের মানববন্ধন কর্মসূচী পালিত হলো।
জেলার সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
![]() |
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল আ’লা মো. মওদুদ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো: মুহিবুর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: কামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক মানজু মিয়া সরকার, মামুন রসিদ ও স্বপ্নীল দাস প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল চৌমুহনা ও আশপাশ এলাকার যানজট নিরসনে উপজেলা প্রশাসনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে এই অভিযানে সড়কে অবৈধভাবে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের দায়ে দুটি অটোরিক্সার ড্রাইভারকে জরিমানা করা হয়।
জানা যায়, পৌরসভা কর্তৃক পূর্ব নির্ধারিত যানজট নিরসনের ঘোষণার অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়। শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন সরাসরি এ অভিযানে নেতৃত্ব দেন। এতে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, ট্রাফিক বিভাগ ও থানা প্রশাসনের কর্মকর্তারা।
![]() |
অভিযান চলাকালে চৌমুহনা এলাকায় যত্রতত্রভাবে রাখা গাড়ির কারণে সৃষ্ট যানজট নিরসনের পদক্ষেপ নেয়া হয়। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকায় অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে পথচারী ও সাধারণ যানবাহনের চলাচলে ভোগান্তি তৈরি হয়। এতে একদিকে কর্মজীবী মানুষ ভোগান্তিতে পড়েন, অন্যদিকে জরুরি সেবার যানবাহন চলাচলেও সমস্যা দেখা দেয়।
পৌর প্রশাসক ও ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন, যানজটমুক্ত শহর গড়ে তোলা এখন সময়ের দাবি। আমরা চাই শ্রীমঙ্গলকে একটি শৃঙ্খলাপূর্ণ ও সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে। নিয়ম অমান্য করে কেউ যদি গাড়ি পার্কিং করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
অভিযান শেষে পৌরসভা থেকে অটোরিক্সা মালিক সমিতির যানজট নিরসনে সহযোগিতার স্বীকৃতি হিসেবে ২ জনকে জ্যাকেট উপহার দেয়া হয়। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। নিয়মিত এমন কার্যক্রম চললে শহরে যানজট অনেকটাই কমে আসবে বলে মনে করেন এলাকাবাসী।
মৌলভীবাজারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্টাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল ১১ ঘটিকায় শহরের কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ করা হয়।
![]() |
বিকেলে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গনে দলীয় সংগীতের মাধ্যম শান্তির প্রতীক পায়রা উড়িয়ে পতাকা উত্তোলন করে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী শহরের পৌর চত্তর থেকে শুরু করে শহরের চৌমুহনী, সেন্টাল রোড হয়ে কুসুমবাগ এলাকায় সমাবেশ অনুষ্টিত হয়।মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শফিউল আলম জুসেফ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ আহমেদ শাহান এর যৌথ সঞ্চালনায় র্যালী পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ। প্রতি বক্তব্য দেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম
শ্রীমঙ্গল সবুজবাগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং কুলাউড়ার ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটের চিকিৎসা সেবায় আয়োজিত এ ক্যাম্পে প্রায় ২৪০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৪০ জনকে চশমা ও ঔষধ প্রদান এবং ৩৫ জনকে ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয়।
![]() |
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সবুজবাগ আবাসিক এলাকার গোপাল জিউর আখড়ার নাট মন্দির প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মঈনুল ইসলাম, সহ-সভাপতি শেখ রিপন আলী, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ইসরাত জাহান ইপা, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আহমেদ শরিফ, আকাশ মালাকার, কার্যকরী সদস্য জাহিদ হাসান জয়, তোফাজ্জল হোসেন রাকিব, লেবু মিয়া, সামিয়া আক্তার ও সৌরভ পাল প্রমুখ।
ক্যাম্পের সার্বিক দায়িত্বে ছিলেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, কুলাউড়ার ক্যাম্প অর্গানাইজার মোঃ আশিকুর রহমান সরকার।