লন্ডন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে ধন্যবাদ জানাচ্ছি। জঙ্গিবাদের বিরুদ্ধে তার অবস্থানের জন্য আন্তরিক ধন্যবাদ। সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে আমরা এক হয়ে কাজ করব।
বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ইসলাম পবিত্র ধর্ম, শান্তির ধর্ম। এখানে জঙ্গিবাদের স্থান নেই। আমরা পবিত্র ধর্মকে হেয় হতে দিতে পারি না। প্রত্যেক মসজিদের ইমাম, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক, ওলামায়ে কেরামগণ, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক সবাই এক হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচার চালাতে হবে। তাহলে আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ আরো শক্তভাবে নিতে পারবো।
তিনি বলেন, এই সমাবেশ বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সমাবেশে আগত বিশিষ্ট বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছেন। কারণ জঙ্গিবাদ এখন বিশ্বব্যাপী একটি সমস্যা।
প্রধানমন্ত্রী বলেন, ইসলাম পবিত্র ধর্ম। এই ধর্মকে কলুষিত করতে একটি মহল চক্রান্ত করছে। পবিত্র ধর্মের সম্মান যেন কেউ ক্ষুণ্ণ করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। -ইত্তেফাক থেকে
নিউজটি শেয়ার করতে বাটনের উপর ক্লিক করুন