লন্ডন: শনিবার, ১৫ই পৌষ ১৪২৩।। ষাট-সত্তুর দশকের মৌলভীবাজারের সাংস্কৃতিক অঙ্গনের বলিষ্ট অভিনেতা, স্বাধীনতা পরবর্তী মৌলভীবাজার জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা Mohammed A Jalil অসুস্থ। গতকাল শুক্রবার সকালে তাকে নিউইয়র্কের কর্নেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সমাজদরদী মোহাম্মদ জলিল, একজন পরোপকারী ব্যক্তি হিসাবে নিউইয়র্কের বাঙ্গালী কম্যুনিটিতে বহুল পরিচিত। আশির দশকে আব্দুল জলিল সুন্দর জীবনের আকাঙ্ক্ষায় আমেরিকায় পাড়ি জমান। শুরু করেন নতুন জীবন। সুদীর্ঘ সময়ের অবিরাম প্রচেষ্টায় একে একে শুধু পরিবার নয় বুনিয়াদের বহুজনকে আমেরিকার অত্যাধুনিক জীবনের ছায়ায় বসতি গড়ে তুলতে সুযোগ করে দেন। আজ তাদের অনেকেই আমেরিকার বিভিন্ন শহরে পরিবার-পরিজন নিয়ে সুপ্রতিষ্ঠিত।
ব্যক্তিগত জীবনে আব্দুল জলিল অসাধারণ বিনয়ী আর টেবিল-চাপড়ানো হাসির মানুষ। দেশে থাকতে ট্রেভেল এন্ড ট্যুরিজম ব্যবসার সাথে ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন। তার নিজেরও একটি ট্রাভেল ব্যবসা ছিল। সমাজ সেবক জনদরদি এই মানুষটির দ্রুত আরোগ্যলাভই আমাদের সকলের কাম্য। তিনি নিজেও সকলের কাছে দোয়া চেয়েছেন।