1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জীবনচক্র থিয়েটারের ৩মাসব্যাপী নাট্য কর্মশালার সমাপ্তি - মুক্তকথা
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন

জীবনচক্র থিয়েটারের ৩মাসব্যাপী নাট্য কর্মশালার সমাপ্তি

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯
  • ৩২৬ পড়া হয়েছে

নাট্যকর্মশালায় অংশগ্রহনকারী জীবনচক্রের নাটুকে দল। ছবি-মুক্তকথা

মুক্তকথা সংবাদকক্ষ।। জীবনচক্র থিয়েটার। নামে বেশ একটা সাহিত্য মিশ্রিত প্রগতিশীল ভাব উঁকি দেয়। মৌলভীবাজার শহরেই তাদের মূলধারার কাজ চলে। তাদের ভাষায় তারা গ্রামীন সংস্কৃতির বিকাশের লক্ষ্যে সকল পরিবেশনার পরিকল্পনা ও নির্মাণ করে থাকেন।

অবোধ শিশুর মত বসে প্রশিক্ষকের কাছ থেকে পাঠ নিচ্ছে জীবনচক্রের নাটুকে দল। ছবি-মুক্তকথা

সংগঠনটির আদি-অন্ত অনেককিছুই আমরা জানতে পারিনি। কিন্তু গেল ৩মাস ব্যাপী নাট্যকর্মশালা সমাপ্ত করেছে মৌলভীবাজার শহরে। ছোট হোক বড় হোক যেকোন একটি কর্মশালা তাও আবার ৩মাসব্যাপী, এর কর্মব্যাপ্তী নিঃসন্দেহে গুরুত্বের দাবী রাখে। কোন নাটক কিংবা সাংস্কৃতিক আয়োজনের ৩মাসব্যাপী কর্মশালা খুব একটা তুচ্ছতাচ্চিল্য করে দেখার বিষয় নয়। সে কর্মশালা পরিচালনায় দু’জন কর্মীও ছিলেন। তারা হলেন জনাব মেহদী হাসান ও গবিন্দ রায় সুমন। যে কোন বিচারেই সে কর্মযজ্ঞের ব্যাপ্তি যেকোন মানুষের চোখে পড়ার মত। সেটিই তারা সমাপ্ত করেছেন অনেক আশায় বুক বেঁধে। একাজে সমাজের কোন একটি খালি যায়গা যে পূরণ হয়েছে তা নির্দ্বিধায় বলা যায়।

অতিথির সাথে জীবনচক্র নাটুকে দল। ছবি-মুক্তকথা

তাদের শেষ দিনের কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং কিছু কথা বলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিসবাউর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের প্রভাষক ও রসায়নের বিভাগীয় প্রধান মিঃ রফিউদ্দিন নিজাম। এতে আরো বক্তব্য রাখেন জীবনচক্র থিয়েটারের সিনিয়র সদস্য অজয় সেন ও জহির উদ্দিন চৌধুরী বাবর।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT