এমএম সামছুল ইসলাম, জুড়ী, মৌলভীবাজার থেকে।। মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখায় অসহায় বন্যার্তদের মাঝে প্রখ্যাত মুফাচ্ছিরে কোরআন দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছেন তাঁর ২য় ছেলে শামীম সাঈদী। ত্রাণ বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, সিলেটের পূন্যভূমি বৃহত্তর সিলেট অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে আজ বন্যা কবলিত। লাখ লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। একারণে বন্যার্ত অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের পেটে দু’মুটো ভাত নেই! এছাড়াও নানান রোগ বালাইয়ের কারণে তারা এখন চিকিৎসা বঞ্চিত। শিক্ষার্থীরা ইচ্ছা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরাও এগিয়ে এলে তাদের দূর্ভোগ কিছুটা লাগোব হবে।
জুড়ী উপজেলা জামায়াত আমীর মাও: আব্দুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল হাই হেলালের পরিচালনায় সোমবার ২৪ জুলাই অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শামীম সাঈদী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (জুড়ী- বড়লেখা) আসন সম্ভাব্য এম পি পদপ্রার্থী মাও: আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক ও ‘হাকালুকি নিউজ’ সম্প্দাক এমএম সামছুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য লুৎফুর রহমান আজাদী, হাফিজ নাজমুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য যে দেলাওয়ার হোসাইন সাঈদী ২০০৪ সালে জুড়ীতে উপস্থিত হয়ে অসহায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছিলেন।