1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেলার ৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কে বদলি - মুক্তকথা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন

জেলার ৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কে বদলি

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৯ পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৪-কে সামনে রেখে মৌলভীবাজার জেলার ৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে বদলি করা হয়েছে। আসন্ন সংসদ নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে দেশের সব থানার ওসিদের বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার(৭ ডিসেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্যে দেখা গেছে মৌলভীবাজার জেলার ৭টি থানার ওসিকেই একসাথে বদলি করা হয়েছে।

মৌলভীবাজার সদর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানায়, বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসানকে দক্ষিণ সুরমা থানায়, জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেনকে মোগলাবাজার থানায়, সিলেটের গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলামকে মৌলভীবাজার সদর মডেল থানায়, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেককে রাজনগর থানায়, জালালাবাদ থানার ওসি সাইফুল আলমকে কমলগঞ্জ থানায়, শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসনে সরদারকে সিলেটের কানাইঘাট থানায়, রাজনগর থানার ওসি বিনয় ভূষন রায়কে শ্রীমঙ্গল থানায়, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তীকে বড়লেখা থানায়, কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদকে কুলাউড়া থানায়, মোগলাবাজার থানার ওসি এসএম মাইন উদ্দিনকে জুড়ী থানায়।

গত বুধবার আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে দেশের সব থানার ওসিদের বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। এরই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে ৩৩৮ থানার ওসির বদলির তালিকা পাঠানো হয়। প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যেসব থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরির মেয়াদ হয়েছে, তাদের অন্যত্র বদলি করতে চিঠি দেয় ইসি। এর পরিপ্রেক্ষিতে বুধবার ৩৩৮ থানার ওসির বদলির প্রস্তাব পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ওসি বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন।আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৪-কে সামনে রেখে মৌলভীবাজার জেলার ৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কে বদলি করা হয়েছে। আসন্ন সংসদ নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে দেশের সব থানার ওসিদের বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT