1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেলা ছাত্র ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত - মুক্তকথা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

জেলা ছাত্র ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৩১৪ পড়া হয়েছে

রাজনৈতিক প্রতিনিধি।। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের ২৭তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার(১৭ অক্টোবর) দুপুরে শহরের পৌরসভা মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু। এসময় জাতীয় সংগীত ও সংগঠনের দলীয় সংগীত পরিবেশন করেন সাংস্কৃতিক ইউনিয়নের শিল্পীরা।

সম্মেলন উপলক্ষে দুপুরে শহরে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা মিলনায়নে গিয়ে শেষ হয়। পরে সেখানে অলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সুবিনয় রায় শুভ’র সভাপতিত্বে ও পিনাক দেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ও সিপিবি জেলা কমিটির সাবেক সভাপতি খন্দকার লুৎফুর রহমান, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও সিপিবি জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন, সাবেক ছাত্রনেতা আব্দুল লতিফ, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দীপক শীল, ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সভাপতি প্রণব কুমার দেব, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা কমিটির সভাপতি রেহনুমা রুবাইয়াত, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সুমন কান্তি দাস, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক শিহাব আহমদ, কমলগঞ্জ উপজেলার আহবায়ক নাভেদ চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি প্রশান্ত পরশ ও কুলাউড়া উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক শ্রীকণ্ঠ দেব।
বিকেলে সংগঠনের কাউন্সিল অধিবশন অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT