আমরা বিবৃতিদাতাগণ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, করোনার এই মহামারীকালে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় বিধ্বস্ত অবস্থায় থাকায় অসহায় গরীব মানুষ তাদের ক্ষুধা নিবারনের জন্য রিকশা নিয়ে রাস্তায় নামলে সিলেট সিটি করপোরেশন কর্তৃক তাদের ব্যাটারি চালিত রিকশাগুলো আটক করে নিয়ে যায়, উক্ত রিকশাগুলো কর্তৃপক্ষের নিকট হইতে উদ্ধার কল্পে সংশ্লিষ্ট রিকশা চালক বা মালিকগণ শান্তিপূর্ণ সমাবেশ করা কালে সিলেট সিটি করপোরেশনের কর্মচারী নামধারী মেয়রের কতিপয় সন্ত্রাসীরা সমাবেশকারীদের ওপর নেক্কারজনক হামলা চালিয়ে বেশ কয়েকজন শ্রমিককে আহত করেও ক্ষান্ত থাকেনি বরং উল্টো বাসদ নেতা ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য কমরেড আবু জাফর, বাসদ নেতা জুবায়ের চৌধুরী সুমন, বাসদ নেতা ও সাংবাদিক প্রণব জ্যোতি পাল সহ অজ্ঞাতনামা তিন শতাধিক লোকের নামে এক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যাহা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। এমতাবস্থায় আমরা মৌলভীবাজার জেলার গণতান্ত্রিক চেতনা সম্পন্ন ব্যক্তিগণ উক্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি ব্যাটারি চালিত রিকশা গুলোকে আইনী প্রক্রিয়ায় এনে লাইসেন্স দেওয়া এবং আটককৃত রিকশাগুলো ফেরত দেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। স্বাক্ষরদাতাগণ, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি কামরেল আহমেদ চৌধুরী(এডভোকেট), বৃহত্তর সিলেট কর আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রমাকান্ত দাশ গুপ্ত(এডভোকেট), সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন(এডভোকেট), উদীচী শিল্পী গোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি মিজানুর রহমান টিপু(এডভোকেট), সাংবাদিক ও ছড়াকার আব্দুল হামিদ মাহবুব, মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র মোঃ ফয়জুল করিম ময়ূন, সিপিবি মৌলভীবাজার কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু(এডভোকেট), ব্যবসায়ী আব্দুল মতিন, বাংলাদেশ টেক্স লইয়ারস এসোসিয়েশন (বিটিএলএ)এর সদস্য বদরুল হোসেন, আইনজীবী ডাডলী ডেরিক প্রেন্টিস(এডভোকেট), বৃটিশ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আব্দুল মতিন চৌধুরী (এডভোকেট), আইনজীবী প্রীতম দত্ত সজীব(এডভোকেট), পংকজ সরকার(এডভোকেট), মামুনুর রশিদ(এডভোকেট), অমূল্য কুমার ঘোষ(এডভোকেট), নাট্যকর্মী এ কে এম মোস্তাফিজুর রহমান চৌধুরী(এডভোকেট), সুশাসনের জন্য নাগরিক(সুজন)এর মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক জহরলাল দত্ত, বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, চারণ সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার জেলা সংগঠক দিলীপ সাহা, সমাজতান্ত্রিক মৎস্যজীবী ফ্রন্টের জেলা সংগঠক মিয়াধন আলী, চা শ্রমিক-ছাত্র-যুব মঞ্চের আহ্বায়ক বিপ্লব মাদ্রাজি পাশী, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সাধারণত সম্পাদক দীপংকর ঘোষ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাবেক সভাপতি মোঃ আবু রেজা সিদ্দিকী ইমন, হাওর রক্ষা সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী, দৈনিক দিনকাল মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও সাংবাদিক হুমায়ুন রহমান বাপ্পী, সাবেক ছাত্র নেতা ইফ্ফাত আরা নীপা, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম মৌলভীবাজার জেলা আহবায়ক মাসুমা খানম রুমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাবেক সভাপতি সুবিনয় রায় শুভ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি রেহনোমা রুবাইয়াৎ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক সুমন কান্তি দাশ ও সহসাধারণ সম্পাদক শামীম আহমেদ। |