ঢাকা: গত ২০ এপ্রিলের ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে হিন্দু ছাত্রদের গোমাংস খেতে দেওয়ায় কঠোর ব্যবস্থা নিল কর্তৃপক্ষ। ক্যান্টিনের চার কর্মীকে বরখাস্ত করা হয়েছে। পয়লা বৈশাখে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে রান্না করা গোমাংস হিন্দু ছাত্রদের খাওয়ানো নিয়ে উত্তপ্ত হয়ে উঠে। এই ঘটনার প্রতিবাদে ক্যান্টিনে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক আমজাদ আলি বলেন, সব ধর্মের পড়ুয়াদের কথা ভেবে ক্যান্টিনে গোমাংস নিষিদ্ধ। এই অভিযুক্ত জাকির হোসেন ও চার কর্মী কোনওপ্রকার অনুমতি ছাড়াই ক্যান্টিন চালাচ্ছিলেন। বাংলা নববর্ষের দিন ওই মাংস পরিবেশন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। সেজন্য অভিযুক্ত কর্মীদের বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য, পয়লা বৈশাখের আগের দিন রাতে ‘মঙ্গল শোভাযাত্রা’র জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রস্তুতি চলছিল। ওইদিন রাতেই ক্যান্টিনে হিন্দু পড়ুয়াদের ‘তেহরি’তে গোমাংস খেতে দেওয়া হয়। বাংলাদেশ ছাত্রলীগের নেতা সোহাগ এবং তাঁর দলবল ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামেন। তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরিকল্পিতভাবে ক্যান্টিনের কর্মীরা একাজ করেছে বলে তাঁদের অভিযোগ।