লন্ডন: রোববার, ১লা মাঘ ১৪২৩।। শিল্পীদের রাজনীতিতে আসা নতুন কিছু নয়। প্রতিবেশী ভারতে এমন বহু শিল্পী ব্যক্তিত্ব রাজনীতিতে এসেছেন এবং এখনও আছেন। আমাদের এই দেশে নন্দিত শিল্পী কবরী ও সংগীত শিল্পী মমতাজ ছাড়া আর কারো নাম এখনও উঠে আসেনি। যদ্দুর মনে পড়ছে তৃতীয় ব্যক্তি হলেন শিল্পী আহমদ শরীফ। ‘তৃণমূল বিএনপি’ নামের রাজনৈতিক দলের এবার মহাসচিব হলেন তিনি। আহমেদ শরীফ, চলচ্চিত্রের অতি পরিচিত একজন শক্তিমান খল অভিনেতা। জাতীয় জোট বিএনএ’র দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গতকাল রোববার আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন বিএনপির সাবেক নেতা ও মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সালমান এফ রহমান প্রমুখ।
নাজমুল হুদা বলেন, ‘আগামী দিন থেকে তৃণমূল বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আহমেদ শরীফ। এ সময় নাজমুল হুদা আহমেদ শরীফকে প্রধান অতিথি, বিশেষ অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দেন।(ইত্তেফাক অনুসরনে)