1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দিল্লীর বিশ্ব ব্যবসা প্রদর্শনীতে বাংলাদেশের ১৮টি বিপণন কেন্দ্র - মুক্তকথা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন

দিল্লীর বিশ্ব ব্যবসা প্রদর্শনীতে বাংলাদেশের ১৮টি বিপণন কেন্দ্র

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৯২১ পড়া হয়েছে
জামদানী

কাতান

 

লেহেঙ্গা

গত সপ্তাহে শুরু হয়েছে ‘বিশ্ব ব্যবসা প্রদর্শনী’। দু’সপ্তাহ ব্যাপী চলার অঙ্গিকারে দিল্লীর প্রগতি ময়দানে শুরু হওয়া এ প্রদর্শনীতে বাংলাদেশের ১৮টি স্টল বসেছে। ইপিবি’এর সহায়তায় বসানো বাংলাদেশের ১৮টি স্টলের মধ্যে ঢাকার জামদানী কাপড় খুব ব্যবসা সফল পণ্য হিসেবে খরিদদারদের কাছে সমাদৃত হয়েছে। 
দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী গত ১৭ই নভেম্বর সন্ধ্যায় সস্ত্রীক প্রদর্শনী দর্শনে যান। এ সময় তার সাথে ছিলেন হাইকমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ থেকে আসা ‘রপ্তানী উন্নয়ন ব্যুরো’র কর্মকর্তাবৃন্দ। তাদের দাবী ঢাকার জামদানী দর্শক ও খরিদদারদের কাছে খুবই সমাদৃত হচ্ছে।
জেনে রাখা ভাল যে, ওইটি ছিল ৩৭তম ‘দিল্লী আন্তর্জাতিক ব্যবসা প্রদর্শনী’ এবং এর উদ্বোধন করেছিলেন ভারতের নয়া রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মোট ১৮টি ষ্টলের মাধ্যমে সর্বমোট ২৭টি বাংলাদেশী ব্যবসায়ী প্রতিষ্ঠান ওই প্রদর্শনীতে অংশ নিয়েছে।

জামদানী

 

পাটের সিল্ক

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT