1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দুর্নীতি প্রতিরোধে শ্রীমঙ্গলে মানববন্ধন, পদযাত্রা, পথসভা, আলোচনা ‌ও শপথবাক্য পাঠ - মুক্তকথা
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন

দুর্নীতি প্রতিরোধে শ্রীমঙ্গলে মানববন্ধন, পদযাত্রা, পথসভা, আলোচনা ‌ও শপথবাক্য পাঠ

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮
  • ১৬৫২ পড়া হয়েছে

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন, পথসভা, পদযাত্রা, শপথবাক্য পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন দুদক এর সামাজিক সংগঠন দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রক শ্রীমঙ্গল-এর উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত সততা সংঘ ও উপদেষ্ঠা কমিটির সদস্যেদের নিয়ে অর্ধদিনব্যাপী এসব কর্মসুচি পালিত হয়।
মানববন্ধন, পথসভা পদযাত্রা, শপথবাক্যপাঠ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপ্রক শ্রীমঙ্গল সহসভাপতি ডা: হরিপদ রায় এর সভাপতিত্বে ও সদস্য সৈয়দ ছায়েদ আহমদ এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন দুপ্রক সদস্য এস এ হামিদ।
আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকতা দীলিপ কুমার বর্ধন, বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সায়েক আহমদ, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা রাণী পাল, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান মো: আব্দুর রহমান, সংগঠনের সহসভাপতি সৈয়দা গুলশানারা, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রউপ তালুকদার ও শিক্ষার্থী শান্তা চক্রবর্তী ও মাফিয়া আক্তার। এছাড়াও অনুষ্ঠান শুরুতে উদ্বোধনী মানববন্ধনে অংশগ্রহণ করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্শেরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল দুপ্রক সদস্য মো: কাওছার ইকবালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT