মুক্তকথা সংবাদ।। মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়ে গেলো নতুন প্রজন্মের লেখিকা সাজিয়া সাজি’র-“আয়শার চিঠি” গ্রন্থের। গত ৬ মে সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভার মাধ্যমে “আয়শার চিঠি” পুস্তকের মোড়ক উন্মোচন করা হয়। উন্মেষ কম্পিউটার এন্ড পাবলির্শাসের ব্যবস্থাপনা পরিচালক ও সাপ্তাহিক মুক্তকথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব মামুনুর রশিদ মহসিনের সভাপতিত্বে আয়োজিত উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ ডক্টর ফজলুল আলী।
বিশেষ অতিথী ছিলেন মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের প্রাক্তন ও বর্তমানে হোয়াইট পার্ল কলেজের অধ্যক্ষ মোঃ শাহাজাহান, মৌলভীবাজার সরকারী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মালেক, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট ছড়াকার আব্দুল হামিদ মাহবুব, প্রাক্তন সাধারণ সম্পাদক ছালেহ এলাহী কুটি, মৌলভীবাজার ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি এড, আবু তাহের, অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন থেকে আয়াত তেলায়াত করে শুনান সাংবাদিক আব্দুল বাছিত খান, বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জনাব সারোয়ার আহমেদ, সিনিয়র সাংবাদিক অধ্যাপক রতন কান্তি গোস্বামী, সাংবাদিক ও কলামিস্ট এহসান বিন মোজাহির, সাংবাদিক শ,ই,জবলু, নবীন লেখিকা সাজিয়া সজি প্রমূখ।