1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নিরাপদ নয় প্রানীকূল, ফার্মেসিকে জরিমানা ও জামায়াতের দায়িত্বশীল বৈঠক - মুক্তকথা
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

নিরাপদ নয় প্রানীকূল, ফার্মেসিকে জরিমানা ও জামায়াতের দায়িত্বশীল বৈঠক

মৌলবীবাজার ও শ্রীমঙ্গল সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮ পড়া হয়েছে

মর্মান্তিক
নিরাপদ নয় প্রানীকূল
লাউয়াছড়ায় সড়কে আবারও গাড়ির চাকায় পৃষ্ঠ বানর


গত সোমবার বিকেলে মর্মান্তিক দৃশ্য অবলোকন করলেন যাত্রীরা। শ্রীমঙ্গল ভানুগাছ সড়কের মাগুরছড়া গ্যাসকুপ অরণ্য এলাকার সড়কে দু’টি বানর গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এসময় একটি বানর শাবক মৃত মা বানরকে আঁকড়ে ধরে অস্থির হয়ে উঠে। এমন দৃশ্য অবলোকন করে যাত্রীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

গত ৮ সেপ্টেম্বর বিকাল আনুমানিক ৫ ঘটিকায় শ্রীমঙ্গল ভানুগাছ সড়কের মাগুরছড়া গ্যাসকুপ অরণ্য এলাকায় এ ঘটনাটি ঘটে।

 

 

দৃশ্যটি একজন যাত্রীর মোবাইলে ধারণ করা লাইভে ভেসে ওঠে। সম্ভবত শ্রীমঙ্গলের বাসিন্দা একজন যাত্রী লাইভ করার পাশাপাশি করুন দৃশ্যের বর্ণনাও করেছেন। বর্ণনা শুরু করেছেন এই বলে, ‘একটি হৃদয় বিদারক ঘটনা’। তিনি আরও বলেছেন, মৃত বানরের গায়ে উঠে একটি বানর বাচ্চা দুধ খাচ্ছে আর ব্যাকুল হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। গাড়ি চাপায় একটি বানর সঙ্গে সঙ্গে মৃত্যু হলেও অপরটি অনেক্ষণ ছটফট করছিল। ছটফট করে মৃত বানরটির পাশে আসার পর সেও মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর যাত্রীরা মৃত বানর দুটিকে রাস্তার একপাশে সরিয়ে রাখেন। এর আগেই বাচ্চা বানরটি সরে যায়।

এব্যাপারে যোগাযোগ করা হলে লাউয়াছড়া বনের বিট অফিসার মারজুক হোসেন জানান, আমরা খবর পেয়ে মাগুরছড়া গ্যাসকুপ এলাকায় ঘটনাস্থলে যাই। কিন্তু স্পটে আলামত পাওয়া গেলেও বানর দুটিকে পাওয়া যায়নি। তাৎক্ষণিক আমরা আনুমানিক দুই কিলোমিটার এলাকায় সন্ধান করেছি। আমাদের সন্ধান অব্যাহত রয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অন্যান্য বানররা দল বেধে মৃত বানর দু’টিকে নিয়ে যেতে পারে নতুবা শিয়াল বা অন্য কোন প্রাণীও খেয়ে ফেলতে পারে।

 

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, অরণ্যে ঘেরা বন্যপ্রাণী অভয়াশ্রম এলাকার রাস্তায় বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রতি নিয়ত বনের প্রাণীর মৃত্যু ঘটছে। দীর্ঘ তিন দশক যাবৎ এই বিষয়টি নিয়ে অনেক লেখালেখি হয়েছে। জাতীয় পর্যায়ের বন্যপ্রাণী  বিশেষজ্ঞদের গবেষণামূলক অনেক লেখনীতে গুরুত্বের সাথে এসব বিষয় উঠে এসেছে। অনেক পরামর্শও তুলে ধরা হয়েছে। সরকারের বার বার অনেক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একাধিক বার জরিপ হয়েছে। একাধিকবার প্রকল্পও গ্রহণ করা হয়েছে। কিন্তু কোন প্রকল্পই আলোর মুখ দেখেনি।

বিপরীতে লক্ষ্য করা গেছে, দীর্ঘ তিন দশক যাবৎ পরিকল্পিতভাবে লাউয়াছড়া রিজার্ভ ফরেস্ট এলাকাকে ধংশ করা হয়েছে। অরণ্যকে অনেকটা বিরান ভূমিতে পরিনত করা হয়েছে। পাহাড় টিলা কেটে অপরিকল্পিত ভাবে গড়ে তোলা হচ্ছে সারি সারি হোটেল রিসোর্ট ব্যবসা প্রতিষ্ঠান। আশ্রয়স্থল ও খাদ্য ঘাটতির ফলে এক দুঃসহ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক বন জঙ্গল ও বন্য প্রাণীদের অভয়ারণ্য উজাড় হওয়ার ফলে লোকালয় ও সড়কে চলে আসছে বনের প্রাণীকূল।

এ যেন সৃষ্টিকর্তার উজাড় করে দেয়া প্রকৃতিকে রক্ষার বদলে পরিকল্পিত ভাবে ধংশ যজ্ঞে মেতে উঠেছে স্বার্থান্বেষী মহল।


 

মৌলভীবাজারে অভিযান

৫ প্রাইভেট হাসপাতাল-ডায়াগনস্টিক ফার্মেসিকে
৮৩ হাজার টাকা জরিমানা


 

মৌলভীবাজার শহরে  সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ  ওষুধসহ নানা অনিয়ম দায়ে জরিমানা করা হয়েছে।

 

 

সোমবার দিবাগত রাতে ভ্রাম্যমাণ  আদালত বসিয়ে  সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ম্যানেজারদের মোট ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মৌলভীবাজার সদর উপজেলা আর্মি ক্যাম্প থেকে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সার্জেন্ট খলিলুর রহমানের নেতৃত্বে একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে শাহজালাল প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক এন্ড কন্সাল্টেশন সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ১৫ হাজার টাকা, গ্রীন লাইফ ফার্মেসিকে ২০ হাজার টাকা,  সিটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা,
হেলথ এইড হাসপাতালের জেরিন ড্রাগ হাউজ ফার্মেসিকে  ৮ হাজার টাকা, লাইফ লাইন হাসপাতালের ফার্মেসি লাইফ লাইন মেডিসিন কর্নারকে আরও  ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা জানান, জনস্বাস্থ্যের সাথে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর এ ধরনের অবহেলা ও অনিয়ম মোটেও গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রকার অনিয়মের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।


জামায়াতের ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল বৈঠক


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জামায়াতের ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত।

 

শুক্রবার (২৯আগস্ট) সকাল ৯টায় কলেজ রোডস্থ শাহ মোস্তফা উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা আমীর মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট আব্দুর রব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের মৌলভীবাজার জেলা সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামীর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল জামায়াতের সহকারী সেক্রেটারি তারেক মাহফুজ, উপজেলার কর্মপরিষদবৃন্দ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুর রব বলেন, একটি উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতের নেতা কর্মীদের সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে। এদেশের জনগণ যদি জামায়াতকে তাদের সেবা করার দায়িত্ব প্রদান করেন তাহলে জামায়াতে ইসলামী সেই দায়িত্ব সততা আন্তরিকতা ও দক্ষতার সহিত পালন করার জন্য প্রস্তুত রয়েছে বলেনও তিনি মন্তব্য করেন।

বৈঠকে জামায়াতের প্রায় ২ শতাদিক নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT