1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নূর হোসেন, তারেক সাইদসহ ২৬জনের মৃত্যুদন্ড - মুক্তকথা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

নূর হোসেন, তারেক সাইদসহ ২৬জনের মৃত্যুদন্ড

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭
  • ১২৪০ পড়া হয়েছে

মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামী লে: কর্ণেল সাঈদ তারেক।

লন্ডন: সোমবার, ২রা মাঘ ১৪২৩।। নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন সোমবার সকাল ১০টা ৫ মিনিটে জনাকীর্ণ আদালতে চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।
আদালত সাত খুনের মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন ও সাবেক তিন রেব কর্মকর্তাসহ ২৬ আসামির ফাঁসির রায় দিয়েছে। এ মামলার ৩৫ আসামির মধ্যে বাকি নয়জন পেয়েছেন বিভিন্ন মেয়াদের কারাদণ্ড।

তিন বছর আগে নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর নৃশংসভাবে হত্যার পর লাশ শীতলক্ষ্যায় ডুবিয়ে দেওয়ার ওই ঘটনা পুরো বাংলাদেশকে হতচকিত করে দিয়েছিল। ওই হত্যাকাণ্ডে দেশের উচ্চ প্রশিক্ষিত আধা সামরিক বাহিনী রেবের কয়েকজনের জড়িত থাকার তথ্য বেরিয়ে এলে বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেরও শিরোনাম হয় উঠেছিল।

আসামী মেজর আরিফ।

বিচারক সৈয়দ এনায়েত হোসেন বহু প্রতীক্ষিত এ মামলার রায় ঘোষণা করতে গিয়ে শুধু আসামিদের শাস্তির অংশটিই পড়ে শোনান। যাদের মৃত্যুদণ্ডাদেশ হয়েছে তারা হলো- র‍্যাবের চাকরিচ্যুত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা, হাবিলদার এমদাদুল হক, আরওজি-১ আরিফ হোসেন, ল্যান্স নায়েক হীরা মিয়া, ল্যান্স নায়েক বেলাল হোসেন, সিপাহী আবু তৈয়ব, কনস্টেবল মোহাম্মদ শিহাব উদ্দিন, এসআই পূর্ণেন্দ বালা, সৈনিক আবদুল আলীম, সৈনিক মহিউদ্দিন মুনশি, সৈনিক আসাদুজ্জামান নূর, সৈনিক আল আমিন, সৈনিক তাজুল ইসলাম, সার্জেন্ট এনামুল কবীর। এরা সবাই রেব-১১ তে কর্মরত ছিলেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের মধ্যে সেলিম, সানাউল্লাহ ও শাহজাহান পলাতক রয়েছেন।

মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামী নূর হোসেন।

রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতা নূর হোসেন; ওই হত্যাকাণ্ডের সময় রেব-১১ এর অধিনায়কের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) তারেক সাঈদ মোহাম্মদ, যিনি দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা; মেজর (বরখাস্ত) আরিফ হোসেন; লেফটেন্যান্ট কমান্ডার (বরখাস্ত) মাসুদ রানাসহ ২৩ আসামি। বাকি ১২ জনকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েননি।

রায় ঘোষণার পর স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের সমর্থক এবং আইনজীবী চন্দন সরকারের সমর্থকরা আদালতের বাইরে উল্লাসে ফেটে পড়েন। রায়ে সন্তোষ প্রকাশ করে নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, আমরা সন্তুষ্ট। কিন্তু আমরা চাই, এই রায় দ্রুত কার্যকর হোক। হাই কোর্টে যাতে এই রায় বহাল থাকে।

চন্দন সরকারের মেয়ে সুস্মিতা সরকারও রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। তিনিও বলেন, আসামিদের সাজা দ্রুত কার্যকর হোক- এটাই তাদের চাওয়া। চন্দন সরকারের পরিবারের হয়ে এ মামলা লড়েন আইনজীবী সাখাওয়াত হোসেন খান। তিনি গত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়নে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

(রেডটাইম২৪.কম, ইত্তেফাক অনুসরণে)ছবি কৃতিত্ব: প্রথম আলো

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT