মুক্তকথা সংবাদকক্ষ।। ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট, ভারতরত্ন শ্রী প্রণব মুখার্জীর সাথে সৌজন্য সাক্ষাতের মধ্যদিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার সংক্ষিপ্ত ভারত সফর সমাপ্ত করেছেন। গত রাতেই তিনি ভারত রত্নের সাথে সৌজন্য আলাপ করেন। এসময় মোমেন ভারতরত্নকে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানান। পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়ীত্ব নেবার পর এটিই ছিল তার প্রথম বিদেশ সফর।
সংক্ষিপ্ত ভারত সফরের শেষে বিদায়ের প্রাক্কালে গত রাতে তার সম্মানে এক বিদায়ী নৈশভোজের আয়োজন করা হয়। পররাষ্ট্র মন্ত্রীর সম্মানে, দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী হাইকমিশনের মৈত্রী হলে এ নৈশভোজের আয়োজন করেন। নয়াদিল্লীতে কর্মরত সারাবিশ্বের ৭৭টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারবৃন্দ এ নৈশভোজ উপভোগ করেন। এসকল কূটনীতিকের অনেকেই দিল্লীতে থেকেই বাংলাদেশ দেখাশুনা করেন। হাইকমিশনের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে হাইকমিশনের একটি ক্রেস্ট উপহার দেয়া হয়।