1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পুলিশী নির্যাতনের প্রতিবাদে ও চাকরি জাতীয়করণের দাবীতে জেলা শিক্ষক সমিতির মানববন্ধন - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

পুলিশী নির্যাতনের প্রতিবাদে ও চাকরি জাতীয়করণের দাবীতে জেলা শিক্ষক সমিতির মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১০৩৭ পড়া হয়েছে

বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা আদায় ও শিক্ষক কর্মচারীদের উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে বাংলাদেশ শিক্ষক সমিতি মানববন্ধন করেছে।

বুধবার দুপুর ১টায় শিক্ষক সমিতি, মৌলভীবাজার জেলা’র আয়োজনে প্রেসক্লাব প্রাঙ্গণে প্রায় ২ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। জেলা শিক্ষক সমিতির সম্পাদক মোঃ আশরাফুল আলম শিপন ও কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক লক্ষি কান্ত দেব এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সভাপতি, সৈয়দ আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক মোঃ ফয়জুর রহমান।

মানববন্ধনে বক্তব্য দেন কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মোঃ কামাল হোসেন, পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক মোঃ আব্দুল আহাদ খান, দু’ঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয়’এর প্রধান শিক্ষক বিনয় ভূষণ দেব, আজাদ বক্ত হাইস্কুল এন্ড কলেজ’র সহকারী প্রধান শিক্ষক মোঃ শিহাবুর রহমান, রায়পুর উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক আব্দুল মতিন, আমতৈল উচ্চ বিদ্যালয়’র সহকারী প্রধান শিক্ষক শিবু রঞ্জন পাল, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়’র সিনিয়র শিক্ষক হারুন মিয়া, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল’র সিনিয়র শিক্ষক রোকসানা আক্তার, হাফীজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়’র সহকারী শিক্ষক তৈয়ব আলী, সৈয়দ আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়’র সহকারী শিক্ষক আবুল কালাম, জগতপুর উচ্চ বিদ্যালয়’র সহকারী শিক্ষক সালাত হোসেন, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়’র সহকারী শিক্ষক অপরাজিতা রায়, সিংকাপন আপ্তাবউদ্দিন উচ্চ বিদ্যালয়’র সহকারী শিক্ষক মোঃ রুবেল মিয়া ও
শ্যামলী চন্দ প্রমুখ শিক্ষকবৃন্দ।

এছাড়াও মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ সিনিয়র শিক্ষককরা উপস্থিত থেকে মানববন্ধন কর্মসূচী কে সফল করেন। মানববন্ধনে, আগামী আন্দোলনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও চাকুরী জাতীয়করণ আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সভাপতি মানববন্ধন কর্মসূচি সমাপ্ত করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT