1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রয়াতমন্ত্রী সাইফুর রহমানের জন্মবার্ষিকী, আওয়ামীলীগের গণসংযোগ ও ভোক্তা অভিযান - মুক্তকথা
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন

প্রয়াতমন্ত্রী সাইফুর রহমানের জন্মবার্ষিকী, আওয়ামীলীগের গণসংযোগ ও ভোক্তা অভিযান

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৭ অক্টোবর, ২০১৮
  • ৮২০ পড়া হয়েছে

মৌলভীবাজারে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের  ৮৮তম জন্মবার্ষিকী পালিত

প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের কবর সন্দর্শনে ভক্তবৃন্দ। ছবি: মুক্তকথা

আব্দুল ‌ওয়াদুদ।। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে মৌলভীবাজারে। মরহুমের জন্ম দিন (৬ অক্টোবর) উপলক্ষে শনিবার নানা কর্মসূচী পালন করে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ। সকালে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামে মরহুমের কবরে পুস্পস্থবক অর্পণ,মিলাদ, দোয়া ও কবর জিয়ারত করেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এর সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এর সভাপতি সাংবাদিক বকশি ইকবাল আহমদ,সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো: আব্দুল মতিন চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ তৌফিক আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মু.ইমাদ উদ দীন, সদস্য সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মো: বদরুল আলম, এ্যাডভোকেট হাফিজ আব্দুল আলীম, হোসাইন আহমদ, মো:শেকুল ইসলাম তালুকদার প্রমুখ। মরহুম এম সাইফুর রহমান কর্মময় জীবনে তার অনন্য গুণে মানুষের হ্রদয়ে ঠাঁই
করে নিয়ে ছিলেন। দেশ দুনিয়ায় নাম কুড়ানো মৌলভীবাজারের বাহারমর্দনের সেই ছেলেটি দেশের অন্যতম অর্থমন্ত্রী যিনি একনাগাড়ে ১২ বার সংসদে বেশ সফলতার
সাথে বাজেট পেশ করেন। কর্মে ছিল তাঁর অনন্য গুণ। তিনি উন্নয়নের যে স্বপ্ন দেখতেন তা বাস্তবায়নও করতেন। এটাই তার অবিচল আস্থা বিশ্বাস আর কাজের প্রতি নিখাঁদ আন্তরিকথা ও কর্তব্যকর্মে দ্বায়িত্বশীলতার নজির। নিজ জন্মস্থান মৌলভীবাজার সহ পুরো সিলেট বিভাগেই রয়েছে তার চোখ ধাধাঁনো উন্নয়নের চোঁয়া।
সংক্ষিপ্ত জীবনী: জন্ম ১৯৩২ খ্রীষ্টাব্দের ৬ অক্টোবর, মৌলভীবাজারের বাহারমর্দনে। তার পিতার মোহাম্মদ আব্দুল বাছির,মাতার তালেবুন নেছা। ৩ভাইয়ের মধ্যে সভার বড় ছিলেন তিনি, মাত্র ৬ বছর বয়সে তাঁর পিতা মারা যান। সে সময়ে তাঁর অভিভাবকক্ত গ্রহণ করেন চাচা মোহাম্মদ সফি। শিক্ষাজীবন, গ্রামের মক্তব ও পাঠশালা শেষ করে তিনি ১৯৪০সালে জগৎসী গোপালকৃষ্ণ উচ্চ ইংরেজী বিদ্যালয়ে ভর্তি হন। এরপর ১৯৪৯সালে কৃতিত্বের সাথে মেট্রিকুলেশনে উর্ত্তীণ হন। সিলেটের এমসি কলেজ থেকে আইকম পাশ করে ১৯৫১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রী অর্জন করেন। এরপর তিনি ব্যারীস্টারী পড়ার জন্য লন্ডনে চলে যান সেখানে পৌঁছার পর মত পাল্টে যায় তার। ব্যারিষ্টারীর পরিবর্তে পড়েন র্চাটার্ড একাউন্টেন্সি। ১৯৫৩-৫৮ সময়কালে পড়াশোনার পর ১৯৫৯ সালে
ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস ইংল্যান্ড এন্ড ওয়েলস ফেলোশীপ অর্জন করেন। এছাড়া তিনি আর্থিক ও মুদ্রানীতি এবং উন্নয়ন অর্থনীতিতে বিশেষায়িত শিক্ষা গ্রহণ করেন।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর তিনি এক মর্মান্তিক সড়ক র্দূঘটনায় নিহত হন। তার শেষ ইচ্চানুযায়ী গ্রামের বাড়ি বাহারমর্দনে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) র’ প্রতিষ্ঠা লগ্নে দলটির প্রতিষ্টাতা জিয়াউর রহমান আপন করে ডাকলেন দল গঠনে অংশ নিয়ে দেশও জাতীর কল্যাণে নিবেদীত হতে। তিনি তাই করলেন। রাজনীতিতে এলেন আলোকিত করলেন আলোকিত হলেন। ১৯৯৬ সালে ষষ্ট ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন ও ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে মৌলভীবাজার -৩ ও সিলেট-১ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৬ সালের ৮ই জুন তিনি সংসদে দ্বাদশ বাজেট পেশ
করে দেশের সংসদীয় ইতিহাসে সর্বাধিক সংখ্যক বাজেট পেশকারী হিসেবে রের্কড গড়েন। তিনি দীর্ঘদিন দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও দেশ-বিদেশের
স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্টানগুলোতেও নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কৃতিত্বের সাথে। তাঁর জীবদ্দশায় দেশ ও বৃহত্তর সিলেট নিয়ে যে উন্নয়ন মহা পরিকল্পনা করেছিলেন তার অনেক গুলো বাস্তবায়ন হলেও পুরোটা বাস্তবায়ন করতে পারেন নি। হঠাৎ এক র্মমান্তিক সড়ক দূর্ঘটনায় নিভেযায় তার জীবন প্রদীপ, স্তব্ধ হয়ে যায় তার দেখা উন্নয়ন মহাপরিকল্পনার স্বপ্ন।

মৌলভীবাজার আওয়ামীলীগের গনসংযোগ

দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জনসাধারনকে সতর্ক থাকতে প্রচারপত্র ও গনসংযোগ কর্মসূচি শুরু করেছে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ।
শনিবার সকালে জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ ও সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার শহরে দলীয় প্রচারপত্র বিলি ও গনসংযোগ শুরু হয়। চৌমুহনা থেকে শুরু করে কুসুমবাগ পয়েন্ট হয়ে তিনঘন্টা ব্যাপি গনসংযোগ পশ্চিমবাজারে গিয়ে শেষ হয় । এছাড়াও গনসংযোগ কর্মসূচিতে জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, জেলা কৃষকলীগ সভাপতি জমসেদ মিয়া, জেলা তাঁতীলীগ আহবায়ক হায়দার হোসেন, জেলা মহিলা যুবলীগ সভাপতি পারভীন আক্তার বখত, জেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলামসহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। শেষে জেলা আওয়ামীলীগ সভাপতি নেছারআহমদ সমাবেশে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলায় আওয়ামীলীগের গনসংযোগ কর্মসূচি শুরু হয়েছে। এ গনসংযোগ অব্যাহত থাকবে। প্রচার পত্রের মধ্যদিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরূদ্ধে জনগনকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে। সেই সাথে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে আবারো নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে দেশ পরিচালনার সুযোগ দিতে জনসাধারনকে আহবান জানান তিনি।

আবারো অভিযোগের প্রেক্ষিতে মৌলভীবাজারে ভোক্তা’র অভিযান ‌ও জরিমানা আদায়

মৌলভীবাজার সরকারী উচচ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ এর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর স্টলে সংশ্লিষ্ট কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন শনিবার মেলার ৩য় দিনে বেশ কিছু লিখিত অভিযোগের শুনানি গ্রহন করেন। এসময় উজ্জল চন্দ্র বিশ্বাস নামে একজন ভোক্তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে সদর উপজেলায় অবস্থিত পিকনিক ক্যাফে এন্ড রেষ্টুরেন্টকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ টাকা সংশ্লিষ্ট আইনে অভিযোগকারীকে প্রদান করা হয়। উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ছিল নির্ধারীত মূল্যের অধিক মূল্যে পন্য বিক্রি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT