1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রয়াত মিসফাক আহমদ চৌধুরী মিশু স্মরণে শোক সভা - মুক্তকথা
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন

প্রয়াত মিসফাক আহমদ চৌধুরী মিশু স্মরণে শোক সভা

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৭৭৭ পড়া হয়েছে

 

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট মহানগর শাখার সদ্য প্রয়াত সভাপতি মিসফাক আহমদ চৌধুরী মিশু স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। (২২ নভেম্বর) মঙ্গলবার বিকাল ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এই শোক সভার আয়োজন করা হয়।
শোক সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ। পরিচালনা করেন মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ।


মিসফাক আহমদ চৌধুরী মিশুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত সভার শুরুতে প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। শোক সভা স্মারক থেকে মিসফাক আহমদ মিশুর সংক্ষিপ্ত জীবনপঞ্জি পাঠ করেন জেলা জাসদের শিক্ষা বিষয়ক সম্পাদক সুকান্ত ভট্টাচার্য্য। শোক সভায় বক্তারা মিসফাক আহমদ মিশুর সংগ্রামী কর্মময় জীবনের নানাধিক আলোচনা করেন। বক্তারা বলেন, খুনি এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলন, ঘাতক জামাত শিবিরের হত্যা খুনির বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন, যোদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আন্দোলন, দূর্নীতি বৈষম্য অবসান করে সুশাসন ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পূণর্জাগরন সংগঠিক করার সংগ্রামে, বাঙ্গালীয়ানার জাগরণের সংগ্রামে, বাঙ্গালী সংস্কৃতির চর্চা ও বিকাশে মিসফাক আহমদ মিশুর সংগ্রামী জীবন চিরস্বরনীয় হয়ে থাকবে।

শোক সভায় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন গণতান্ত্রির পার্টির সভাপতি ব্যারিষ্টার আরশ আলী, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাসদ স্থায়ী কমিটির সদস্য নাদের চৌধুরী, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আনোয়ারুল হক, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য শামীম আখতার, সিপিবির জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির জেলা শাখার সভাপতি কমরেড সিকান্দর আলী, বাসদ জেলা শাখার সমন্বয়ক আবু জাফর, সাম্যবাদী আন্দোলন জেলা শাখা সমন্বয়ক সুশান্ত সিংহ সুমন, জাসদ জেলা শাখার সদস্য মহি উদ্দিন আহমদ, জাসদ মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী ইয়াহিয়া।

সাংস্কৃতিক কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল করিম, সামছুল বাছিত শেরো, এনামুল কবির মুনির, লাকী চৌধুরী, নাহিদ পারভেজ বাবু। সম্মিলিত নাট্য পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল দাস, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। গন্যমাধ্যম কর্মী দেবব্রুত দীপন প্রমুখ।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT