মুক্তকথা সংবাদকক্ষ।। প্রযুক্তি প্রতিষ্ঠান ডায়নামিক ইল্ড কেনার কথা ঘোষণা করেছে ম্যাকডোনাল্ড। বেশ কয়েকমাস আগে গত এপ্রিলেই এই ঘোষণা দিয়েছিল ম্যাকডোনাল্ড। এটি, গত ২০ বছরের মধ্যে আমেরিকার ফাস্টফুড কোম্পানিটির সবচেয়ে বড় অধিগ্রহণ চুক্তি হতে চলেছে। ‘ফাস্টফুড জায়ান্ট’টি জানিয়েছে, তারা ডায়নামিক ইল্ড কিনতে রাজি হয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠানটি পারসোনালাইজেশন ও ডিসিশন লজিক টেকনোলজিতে বিশেষজ্ঞ। ডায়নামিক ইল্ডের প্রযুক্তি আবহাওয়া ও রেস্টুরেন্ট ট্রাফিকের মতো নিয়ামকের ওপর ভিত্তি করে ম্যাকডোনাল্ডের ডিজিটাল ড্রাইভ-থ্রু মেনু পরিবর্তনে সাহায্য করবে। চুক্তিটির মূল্য ৩০ কোটি ডলারের বেশি। দুই দশকের মধ্যে এটিই ম্যাকডোনাল্ডের সবচেয়ে বড় চুক্তি।