গাইবান্ধা প্রতিনিধি ১৯ জানুয়ারী।। ২০১৭ ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যঙ্গ চিত্র পোস্ট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় বিএনপি নেতা চৌধুরী তানভির আহমেদের ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বৃহস্পতিবার গাইবান্ধা সদর থানা আমলী বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ইউসুফ এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গাইবান্ধা জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন বাদী হয়ে ২০১৬ সালের ৩ অক্টোবর মামলাটি দায়ের করেন। বাদী পক্ষের আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ নিরু জানান, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। গত ২৫ সেপ্টেম্বর রাতে তার ফেসবুকে ইংরেজিতে একটি স্ট্যাটাসে লিখেছেন- শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়। এছাড়াও ১৫ সেপ্টেম্বর রাত ১০টা ৫৫ মিনিটে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও ব্যঙ্গ চিত্র বানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। (ইত্তেফাক থেকে)