মহাপ্রয়াণের পথে পা রাখলেন বাংলাদেশ চলচ্চিত্রের প্রানপুরুষ চিত্রনায়ক আব্দুর রাজ্জাক। বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমের আজকের প্রধান শিরোণাম হয়েছে নায়ক রাজ্জাকের প্রয়াণের খবর। যাঁকে নায়করাজ বলে অভিনন্দিত করা হয়েছিল। রাজ্জাক ছিলেন, বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে এক মুকুটহীন সম্রাট। কিংবদন্তির এই নায়করাজ সোমবার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
জানা যায়, হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে বিকাল ৫টা ২০ মিনিটে নায়করাজকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালে আনার পর তাঁর স্পন্দন, রক্তচাপ কিছু পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
রাজ্জাক ছিলেন আমাদের সময়ের আলোড়ন সৃষ্টিকারী অপ্রতিদ্বন্ধী চলচ্চিত্র অভিনেতা। সেই দখলদার আমলেই তিনি অপ্রতিদ্বন্ধী নায়কে বিকশিত হয়ে উঠেছিলেন।
তার অন্তর্ধানে বাংলাদেশের সকল মহলের মন শোক ও বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠেছে। কয়েককোটী ভক্তকে কাঁদিয়ে তিনি চলে গেলেন অনন্ত অজানার সেই পথে যেখান থেকে কেউই কোনদিন ফিরে আসেনি।
শেষ শ্রদ্ধায় বিদায় হে নায়করাজ।