দিল্লি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করলেন, বাংলাদেশের ১০ হাজার মুক্তিযোদ্ধাদের ৫ বছরের মাল্টিপল ভিসা দেওয়া হবে। দিল্লি সেনানিবাসের মানেক’শ সেন্টারে শনিবার এই কথা ঘোষনা করেন। পাশাপাশি বাংলাদেশে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গ করা ভারতীয় সশস্ত্র বাহিনীর সাত সদস্যদের পরিবারের হাতে মুক্তিযুদ্ধ সম্মাননা তুলে দেন নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবেগঘন এই অনুষ্ঠানে হাসিনা বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ত দিয়ে লেখা আছে। এর সঙ্গে আছে ভারতীয় শহিদদের রক্ত। তাদের আত্মত্যাগের কথা চিরদিন মনে রাখবে বাংলাদেশের প্রজন্ম।’ এই অনুষ্ঠানে নরেন্দ্র মোদির আরও একটি ঘোষণা, বাংলাদেশের ১০ হাজার মুক্তিযোদ্ধাদের চিকিৎসায়ও সহায়তা করবে ভারত সরকার। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের পরিবার পিছু বৃত্তি ১০ হাজার থেকে ২০ হাজার টাকা বাড়ানোর কথাও জানান মোদি। -আজকাল থেকে