বাংলাদেশে এই প্রথম দূরপাল্লার বিলাসবহুল ডাবলডেকার বাস চালু হলো। দেশের গ্রীন লাইন পরিবহন কোম্পানী জার্মানীর মেনব্রান্ডের এসব ১০টি বাস এনেছে ঢাকা-চট্টগ্রাম রোটে চালু করার জন্য। এসব বাসের বহিরাবরণ বা ‘বডি’ মালয়েশিয়ায় তৈরী। মোট ৪০ সিটের এ বাসগুলি গতকাল ২০শে আগষ্ট থেকেই ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল শুরু করার কথা রয়েছে। জানাগেছে শীততাপ নিয়ন্ত্রিত এসব বাসে ‘বিজনেস ক্লাস’এর সুবিধে থাকবে এবং ঢাকা-চট্টগ্রামের ভাড়া থাকবে ১৩শ টাকা।