1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিলেতে বাঙ্গালী... - মুক্তকথা
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন

বিলেতে বাঙ্গালী…

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশকাল : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ০ পড়া হয়েছে

লন্ডনস্থ বাংলাদেশ মিশনে নতুন হাইকমিশনার
আবিদা ইসলাম


লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে নতুন হাইকমিশনার হিসেবে যোগ দিচ্ছেন আবিদা ইসলাম। তিনি সাইদা মুনা তাসনিমের স্থলাভিসিক্ত হচ্ছেন। বর্তমান সরকারের রদবদলের অংশ হিসেবে বর্তমান হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই ঢাকায়  ফিরিয়ে নেয়া হচ্ছে।

পেশাদার কুটনীতক আবিদা ইসলাম বর্তমানে ইউনাইটেড মেক্সিকান স্টেটে বাংলাদেশেরে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে তিনি ২৯শে আগস্ট ২০২১ সাল থেকে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে ফার্ষ্ট সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মেক্সিকোতে  নিযুক্ত হওয়ার আগে আবিদা ইসলাম ডিসেম্বর ২০১৭ থেকে কোরিয়া প্রজাতন্ত্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি ১৯৯৫ সালের নভেম্বরে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন। তার কর্মজীবনে তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ ছাড়াও বিভিন্ন কূটনৈতিক মিশনে  বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ যে, তিনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ডেপুটি হাইকমিশনে বাংলাদেশের প্রথম মহিলা ডেপুটি হাইকমিশনার(প্রধান মিশন) হিসেবেও কাজ করেছেন(২০১২-২০১৪)।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে (সমাজবিজ্ঞান) স্নাতকোত্তর ডিগ্রি এবং অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বিবাহিত জীবনে তিনি  দুই সন্তানের জননী। কর্মজীবনে তিনি কাজের স্বীকৃতি স্বরুপ যে সকল সম্মাননা অর্জন করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সম্মানা হলো ব্রাজিলের ফেডারেটিভ রিপাবলিক সরকারের কাছ থেকে রিও ব্রাঙ্কোর আদেশ(ফেব্রুয়ারি ২০১৮)। এছাড়াও তিনি আরো বেশ কয়েকটি সম্মাননা পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT