শিল্পি ও সুরকার সৌমেন অধিকারীর কণ্ঠে বিশ্বের দীর্ঘ সময় ব্রিটিশ রাজসিংহাসনে আসীন থাকা অবস্থায় ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ তাঁর বর্নাট্য জীবনের ইতিটেনে ২০২২ খৃষ্টাব্দের ৮ই সেপ্টেম্বর প্রিথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। প্রয়াত রাণীর বর্ণময় জীবন স্মরণে এবার প্রথম বাংলায় গান বাঁধলেন পশ্চিম বাংলার (কলকাতার) স্বনামখ্যাত সুরকার ও সংগীত শিল্পী সৌম্যেন অধিকারী। ব্রিটেন প্রবাসী ব্রিটিশ বাংলাদেশী অধ্যাপক ও বিশিষ্ট নাট্যকার ড. আনোয়ারুল হকের কথায় এই অনুপম সৃষ্টি গ্রেটব্রিটেন তথা সমগ্র বিশ্বে বাংলা সংস্কৃতির অঙ্গনে আলোকিত হয়ে থাকলো। গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছে কলকাতার ঐতিহ্যবাহী বিঠোফেন রেকর্ডস কোম্পানি। এই মিউজিক ভিডিওর সাবটাইটেল লিখেছেন ইংল্যান্ডের বিশিষ্ট ব্যক্তিত্ব ড. নাজিয়া খানম। যিনি রাণীর দেওয়া খেতাব ইংল্যান্ডের ওবিই ডিএল সম্মানে ভূষিত। সম্ভবত বাংলা ভাষায় এটিই প্রথম ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ স্মরণে মিউজিক ভিডিও। ড. আনোয়ারুল হকের লিখা এই গানে রাণী দ্বিতীয় এলিজাবেথের বর্ণাট্য জীবনের কথা সুন্দর ভাবে ফুটে উঠেছে। গানের সুরকার ও শিল্পি সৌম্যেন অধিকারী বলেন- “রাণীর প্রয়াণের পর পরই এই গান লিখেছিলেন ড .আনোয়ারুল হক। তাঁর ইচ্ছা ছিল এটি গান হিসাবে প্রকাশিত হোক, কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও তা আলোর মুখ দেখেনি। “গানটি যখন ড. আনোয়ারুল হক প্রথম আমার হাতে তুলে দিলেন, গানের কথাগুলো পড়েই মনে হল এই মহৎ কাজটি আমার করা উচিত। সেখানেই শুরু, তারপর প্রায় বছর খানেক সময় লেগেছে এই গান সৃষ্টির নেপথ্য। |