১৪ বছর পর এবার শ্রমিক দল ক্ষমতায় এলো। ব্রিটেনের নতুন মন্ত্রিসভায় চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পেলেন রাচেল রিভস। ব্রিটেনের ইতিহাসে প্রথম নারী চ্যান্সেলর হয়ে ইতিহাস গড়লেন তিনি।
উপপ্রধানমন্ত্রী হিসেবে নতুন সরকারে নিয়োগ পেলেন অ্যাঞ্জেলা রায়নার। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পররাষ্ট্র সচিব পদে নিয়োগ দিয়েছেন কৃষ্ণাঙ্গ ডেভিড ল্যামিকে।
দেশটির স্বরাষ্ট্র সচিব হয়েছেন ইভেত্তে কুপার। জন হ্যালি প্রতিরক্ষা সচিব, ব্রিজেত ফিলিপসন শিক্ষা সচিব, এড মিলিব্যান্ড জ্বালানি সচিব, শাবানা মাহমুদ বিচার মন্ত্রনালয়ের সচিব, জোনাথন রেনল্ড বাণিজ্য সচিব, লিজ কেন্ডাল শ্রম ও কারা সচিব, স্টিভ রিড পরিবেশ সচিব, পিটার কাইলি বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিবিষয়ক সচিব, লিসা নন্দী সংস্কৃতিবিষয়ক সচিবের দায়িত্ব পেয়েছেন।
ব্রিটেনে এবার পার্লামেন্ট নির্বাচনে ৪১২টি আসনে জয় পেয়েছে শ্রমিকদল। রক্ষণশীল দল পেয়েছে ১২১টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন হয় ৩২৬ আসন। এই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরে গেল রক্ষণশীল দল।
রাজার কাছ থেকে বিদায় নিচ্ছেন ঋষি সুনাক। ছবি: অন্তর্জাল বিবিসি থেকে। |
নির্বাচনে শ্রমিক দলের নিরঙ্কুশ জয়লাভের পর রাজা চার্লস-এর কাছ থেকে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়ীত্ব পাবার পর শ্রমিকদল নেতা স্যার কিয়ার স্টারমার নতুন মন্ত্রিসভা গঠন শুরু করেছেন। কিন্তু এ পর্যন্ত কোনও ব্রিটিশ-বাংলাদেশি এমপিকে মন্ত্রিসভার দায়িত্ব নেওয়ার জন্য ডাকা হয়নি। অথচ বাঙ্গালী সম্প্রদায়ের প্রায় সকলেরই আশা ছিল, শ্রমিকদলের নতুন মন্ত্রীসভায় অন্তত একজন বাংলাদেশি আসতে পারেন।
বিবিসি’র খবরানুসারে নতুন গঠিত সরকারে গুরুত্বপূর্ণ পদ পাওয়াদের মধ্যে আরো যারা রয়েছেন তারা হলেন- ডেভিড ল্যামি পররাষ্ট্রসচিব; ওয়েস স্ট্রিটিং স্বাস্থ্য সচিব, লুইস হেই পরিবহন সচিব।